Suvendu Adhikari : 'মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী সবটাই সুদে-আসলে ফেরত দেবে', সৌমেন্দুকে জেরা ঘিরে হুঁশিয়ারি বিরোধী দলনেতার
Soumendu Adhikari : সূত্রের দাবি, নথি দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, সেই নথিতে থাকা সই, তাঁর নয় বলে দাবি করেন সৌমেন্দু।
ঋত্বিক প্রধান, কাঁথি : দুর্নীতি সংক্রান্ত মামলার পর, এবার সারদার (Sarada Scam) ফাইল লোপাটের অভিযোগ সংক্রান্ত মামলা। দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করা হল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। সোমবার প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার ফের তাঁকে তলব করা হয়েছে। আর ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়।
'সুদে-আসলে ফেরত'
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, 'বিজেপি এবং বিরোধীদের দমিয়ে রাখার জন্য এখানকার পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের যেটা কাজ, সেটা কেউ করে না। পুজোর মধ্যে সৌমেন্দু অধিকারীকে ডাকতে হবে। এরা কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী সবটাই সুদে-আসলে ফেরত দেবে।'
সৌমেন্দুকে টানা জেরা
শুক্রবারের পর ফের সোমবার জেরা করা হয়েছে সৌমেন্দু অধিকারীকে। প্রথম দিন ১০ ঘণ্টা ১০ মিনিটের পর সোমবার প্রায় ৭ ঘণ্টা জেরা করা হয়। দুর্নীতি সংক্রান্ত মামলার পর এবার সারদার ফাইল লোপাটের অভিযোগ সংক্রান্ত মামলা। শুভেন্দু অধিকারীর ভাই ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল পুলিশ। সূত্রের দাবি, শুক্রবার ফের তাঁকে তলব করা হয়েছে।
কী অভিযোগ
সম্প্রতি, কাঁথি থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্না। তাঁর অভিযোগ ছিল, কেউ বা কারা কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত ফাইল লোপাট করেছে। যে সময়কালের ফাইল উধাও হয়েছে বলে অভিযোগ, তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তখন তিনি ছিলেন তৃণমূলে, আর এখন দাদার মতোই সৌমেন্দুও বিজেপিতে। সম্প্রতি, আদালতে যাওয়ার পথে জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেনের মুখে উঠে এসেছিল সৌমেন্দু অধিকারীর কথা।
সই তাঁর নয়, দাবি সৌমেন্দুর
সূত্রের দাবি, নথি দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, সেই নথিতে থাকা সই, তাঁর নয় বলে দাবি করেন সৌমেন্দু। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী বলেছেন, 'আমাকে ডাকা হয়েছিল একটি ফাইল মিসিংয়ের ব্যাপারে, সহযোগিতা করেছি। একটি জিনিস বুঝতে পারছি না। দেড় বছর হল কাঁথি পুরসভা ছেড়েছে। আমার পর যারা এসেছিল তাদের কেন ডাকা হল না। কাঁথি কলেজে দুর্নীতি সংক্রান্ত মামলায় ফের ডাকা হয়েছে।'
আরও পড়ুন- ‘ইতিহাস বিকৃত করছেন শুভেন্দু’ নন্দীগ্রাম নিয়ে মমতাকে আক্রমণের কড়া জবাব দিলেন শোভন