C.V. Ananda Bose: কালো পতাকা, গো ব্যাক স্লোগান! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ TMCP-র
রাজ্যপাল নিয়োজিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Uttarbanga University) রাজ্যপাল ঢোকার মুখে তুমুল বিক্ষোভ টিএমসিপির (TMCP)। ফের রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। রাজ্যপাল নিয়োজিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।
উপাচার্যকে নিয়ে বৈঠক: রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই উত্তরবঙ্গে ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠকে বসেন সিভি আনন্দ বোসে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। সূত্রের খবর, রাজ্যপালের ডাকা বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত রয়েছেন। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের গাড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে পৌঁছতেই টিএমসিপি ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সিভি আন্দ বোসকে কালো পতাকাও দেখান তাঁরা।
সম্প্রতি রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছেন এমন ৩ জন উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি। রাজ্যপালের এই পদক্ষেপকে বেআইনি ও নিয়মবিরুদ্ধ বলে বিবৃতি দেয় শিক্ষা দফতর। এমনকি আচার্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের বেতন ও ভাতাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সংঘাতের আবহেই এবার ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠক রাজ্যপালের।
পাহাড় সফরে রাজ্যপাল: মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল। মঙ্গসবার সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দেন সি ভি আনন্দ বোস। নিউ জলপাইগুড়ি থেকে যান শৈলশহর দার্জিলিঙে। সেখানে রাজভবনে ওঠেন রাজ্যপাল। আজ উত্তরবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠক। অন্যদিকে, গতকালের মতো আজও কোচবিহার, জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী। একই সময়ে রাজ্যপালও পাহাড়ে থাকায় ভোটের বাজারে সরগরম থাকবে উত্তরবঙ্গের মাটি।
রাজ্যপালের দাবি: অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব প্রসঙ্গে রাজ্যপাল জানান, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। রাজীব সিন্হা নিজেই সময় চেয়েছিলেন রাজ্যপালের। আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ব্যস্ত আছেন ভোটের কাজে। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে। মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা।






















