Baguiati Blast : আলমারির মধ্যে বিস্ফোরণ, রাত-বিরেতে কেঁপে উঠল বাগুইআটি
Kolkata Blast News : কী থেকে বিস্ফোরণ তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরটিকে সিল করেছে বাগুইআটি থানা।

কলকাতা : শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া। বিস্ফোরণে আশপাশের বাড়ির দরজা-জানলা ও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে গুরুতর আহত হন এক কিশোরী।
আহত কিশোরীকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ আচমকা বিকট আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকারই একটি বাড়ির আলমারির মধ্যে বিস্ফোরণ হয় বলে অনুমান অনেকের। কী থেকে বিস্ফোরণ তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরটিকে সিল করেছে বাগুইআটি থানা।
দুর্ঘটনার সময় ঘরটিতে ওই কিশোরী ছাড়া অন্য কেউ ছিলেন না। বিস্ফোরণকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে।






















