Bowbazar: বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের কাজ শুরু হবে নতুন বছরেই, জানাল KMRCL
KMRCL: বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৬টি বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে মাস চারেকের মধ্যেই।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এ যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির উড়ান! মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে বউবাজারে যে ছাব্বিশটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী বছর এপ্রিলের গোড়া থেকেই তা তৈরির কাজ শুরু হতে চলেছে। যতটা সম্ভব পুরনো নকশা বজায় রেখেই তৈরি করে দেওয়া হবে নতুন বাড়ি। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সূত্রে এমনই খবর।
বছর শেষের মাসেই মিলল নতুন বছরের সুখবর, বউবাজারে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৬টি বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে মাস চারেকের মধ্যেই। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL সূত্রে খবর, ইতিমধ্যেই শেষ হয়েছে তার টেন্ডার প্রক্রিয়া। একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ২৬টি বাড়ি তৈরির দায়িত্ব। সংশ্লিষ্ট বাড়ির মালিকদের দেখিয়েই ওই ২৬টি বাড়ির নকশা চূড়ান্ত করা হয়েছে। বিল্ডিং প্ল্যান পাঠানো হয়েছে কলকাতা পুরসভায়।
পুরসভার অনুমোদন পেলে এপ্রিলের গোড়াতেই শুরু হবে বাড়ি তৈরির কাজ। ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারের দুর্গাপিটুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে বিকট শব্দে ধসে যায় বহু বাড়ির একাংশ। ধুলোর ঝড় থিতিয়ে যেতেই দেখা যায়, একের পর এক বাড়িতে ফাটল, বাক্স-প্যাঁটরা হাতে প্রাণভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন স্থানীয়রা।
২৩টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়, যে তা পুরোপুরি ভেঙে ফেলতে হয়। গত বছর ১১ মে, প্রায় ৩ বছর পর একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে কাজ চলাকালীন, ফের ফাটল ধরে দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। দ্বিতীয় দফার বিপর্যয়ে ৩টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়, যে তা ভেঙে ফেলতে হয়। দুটি ঘটনাতেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রথমে হোটেলে, পরে ভাড়াবাড়িতে থাকার বন্দোবস্ত করে KMRCL। সেই বাড়ি ভাড়ার টাকা KMRCL-ই দিয়ে আসছে এখনও। KMRCL-এর প্রতিশ্রুতি ছিল, মেট্রোর কাজ শেষ হলে যতটা সম্ভব পুরনো নকশা বজায় রেখেই নতুন করে বাড়ি বানিয়ে দেবে তারা।
সেইমতো, দু'বারের সুড়ঙ্গ বিপর্যয়ে একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া ২৬টি বাড়ি নতুন করে তৈরি করে দিতে চলেছে তারা। KMRCL সূত্রে খবর, বউবাজারে সুড়ঙ্গে মেট্রোপথ তৈরির কাজ প্রায় শেষ। মাটির বাঁধন শক্ত করতে গ্রাউটিং চলছে এবং চলবে। KMRCL সূত্রে দাবি, নতুন বাড়ি তৈরি করতে গিয়ে দুর্গাপিটুরি লেন ও স্যাঁকড়া পাড়া লেনে কোনও সমস্যায় পড়তে হবে না।
বিকট শব্দ, ধুলোর ঝড়,রাতারাতি ভিটেহারা হয়ে যাওয়া, বঙ্গ-বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের স্মৃতিতে এসব এখনও টাটকা। নিজের ঠিকানায় কবে ফিরতে পারবেন, এখন তারই দিন গুনছেন তাঁরা।