West Bengal News Live Updates: এবার হরিদেবপুরে়, বৃদ্ধাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে লুঠ, খবর পুলিশ সূত্রে, ধৃত ২
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
LIVE
![West Bengal News Live Updates: এবার হরিদেবপুরে়, বৃদ্ধাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে লুঠ, খবর পুলিশ সূত্রে, ধৃত ২ West Bengal News Live Updates: এবার হরিদেবপুরে়, বৃদ্ধাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে লুঠ, খবর পুলিশ সূত্রে, ধৃত ২](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/27/eb0a596cd0b500e56e130cafd92f17661732702587616170_original.jpg)
Background
WB News Live: এবার হরিদেবপুরে়, বৃদ্ধাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে লুঠ, খবর পুলিশ সূত্রে, ধৃত ২
সল্টলেকের পর এবার হরিদেবপুরে়। ফের টার্গেট একাকী বৃদ্ধা। বৃদ্ধাকে চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে আচ্ছন্ন করে লুঠ, খবর পুলিশ সূত্রে। ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা লুঠ।
লুঠ বেশ কয়েক ভরি সোনার গয়না। ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃত ২ জনের মধ্যে ১ জন আগে বৃদ্ধার বাড়িতে আয়ার কাজ করত, খবর পুলিশ সূত্রে।
West Bengal News Live: ভরদুপুরে লেক মার্কেটে বাসের চাকায় পিষ্ট বৃদ্ধা
ভর দুপুরে লেক মার্কেটে বাসের চাকায় পিষ্ট বৃদ্ধা। প্রথমে ধাক্কা, তারপরে বাসের চাকায় পিষ্ট পা, অবস্থা আশঙ্কাজনক। 'রাস্তা পেরোনোর সময় বেপরোয়া সরকারি বাসের ধাক্কা'। সরকারির বাসের ধাক্কায় আহত বৃদ্ধা, দাবি স্থানীয়দের। অ্যাম্বুল্যান্সের অপেক্ষা, রাস্তাতেই বেশ কিছুক্ষণ পড়ে রইলেন বৃদ্ধা।
WB News Live: 'কী কারণে মুখপাত্র পদ গেল, জানি না, জানলে ভাল হত', পদ হারিয়ে অভিমানী অরূপ চক্রবর্তী
পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। 'খারাপ লাগা তো আছেই'। 'কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি'। 'কী কারণে মুখপাত্র পদ গেল, জানি না, জানলে ভাল হত'। মমতার পর অভিষেক, এবার হুমায়ুনের সুর অরূপ চক্রবর্তীর।
West Bengal News Live: গতকাল পুকুর দখল ঘিরে উত্তপ্ত গাজোল, আজ IC-কে ক্লোজ
গতকাল পুকুর দখল ঘিরে উত্তপ্ত গাজোল, আজ IC-কে ক্লোজ। ক্লোজ করা হল গাজোল থানার IC চন্দ্রশেখর ঘোষালকে। গাজোল থানার নতুন IC দেবব্রত চক্রবর্তী। গতকাল পুকুর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে গাজোলের আকালপুর। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে গ্রামবাসীদের একাংশ।
WB News Live: চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
বাংলাদেশে তালিবানের পদধ্বনি ! চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর। সোমাবার চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)