কমলকৃষ্ণ দে,বর্ধমান: গত সোমবার নবান্নের সভাঘরে বৈঠক চলাকালীন ফুটপাথ ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকান তৈরি করা হকারদের উচ্ছেদ (Hawker Eviction Drive) করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। কলকাতার গড়িয়াহাট থেকে সেক্টর ফাইভ, কিংবা বোলপুর। সোমবার রাত থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান। এবার সেই অভিযান শুরু হল বর্ধমান শহরেও।


আরও পড়ুন: Tarakeswar Lynching : যে টাকার জন্য খুন, সে টাকা অভিযুক্তের বাড়িতেই ! তারকেশ্বর গণপিটুনি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন,পুলিশ ও বর্ধমান পুরসভার যৌথ অভিযানে বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল ফুটপাত দখল করে থাকা একাধিক দোকানের স্থায়ী কাঠামো। এছাড়া ফুটপাত ও রাস্তাজুড়ে দোকান লাগানো একাধিক হকারকে সতর্ক করার পাশাপাশি বেশ কিছু হকারকে সতর্ক করা সত্ত্বেও দোকান লাগানোয় তাঁদের ব্যবসায়িক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়।  এদিকে এই উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ দেখান হকাররা।


বিগত কয়েকদিন ধরেই হকারদের উদ্দেশ্যে শহরজুড়ে রাস্তা ও ফুটপাত ছেড়ে দোকান লাগানোর জন্য মাইকিং করা হয়। তাতে সেভাবে কোনও কাজ না হয় হয়নি। তারপরই সোমবার রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে যৌথ অভিযানে নামে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন,পুলিশ ও বর্ধমান পুরসভা।


আরও পড়ুন: Kolkata Hospital Chaos: রোগীর পরিজনের উপর লাঠিচার্জ পুলিশের! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার!


প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বর্ধমান শহরের জেলখানা মোড় ও চৌধুরীবাজার এলাকায় অভিযান চালানো হয়।। উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস,ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল,পুরপতি পরেশ চন্দ্র সরকার,বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ বর্ধমান পুরসভার একঝাঁক কাউন্সিলর। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সোমবার থেকে ধারাবাহিকভাবে শহরজুড়ে অভিযান চলবে বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এই অভিযানের ফলে ক্ষোভ তৈরি হয়েছে হকারদের মনে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছেন তাঁরা। এর জন্য অনেকে তাঁদের থেকে টাকাও নেয়। এখন আচমকা এভাবে তাঁদের উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে পুরোপুরি পথে বসবেন তাঁরা। মুখ্যমন্ত্রী যেন তা বিবেচনা করে দেখেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Chopra News: হাত-পা বেঁধে মার! মুক্তিপণ দিয়ে ছাড়! চোপড়ার JCB-কি উত্তরের 'শেখ শাহজাহান'?