(Source: ECI/ABP News/ABP Majha)
By Poll 2022: ঝালদায় একসঙ্গে আইসক্রিমে কামড় কংগ্রেস-তৃণমূল-বিজেপি প্রার্থীর, সৌজন্যে ঝালে অম্বলেও ভাগ
By Poll 2022 ঝালদায় একসঙ্গে আইসক্রিমে কামড় কংগ্রেস-তৃণমূল-বিজেপি প্রার্থীর।
রবিবার উপ নির্বাচনে পাশাপাশি বসে আইসক্রিমে কামড় কংগ্রেস, তৃণমূল ও বিজেপি প্রার্থীর। আজ্ঞে হ্যাঁ, রাজ্যে উপনির্বাচনের দিনেই এমনই সৌজন্যমূলক ছবি দেখা গেল ঝালদায়। তবে এতদিন অবধি যে বিগত ভোটগুলিতে একটুও সৌজন্যমূলক ছবি দেখা যায়নি তা নয়। তবে সেসবকে একটু পিছনে ফেলে এবার আরও একধাপ এগিয়ে গেল যেনও ঝালদা।
আরও পড়ুন,
ফাঁসিদেওয়াতে নির্দল প্রার্থীকে হেনস্থা, ভাঙল ফোন, ফের কাঠগড়ায় তৃণমূল
এদিন ভোট চলাকালীন পাশাপাশি বসে থাকতে দেখা যায় কংগ্রেস, তৃণমূল ও বিজেপি প্রার্থীকে। তবে শুধুই সৌজন্যমূলক পাশাপাশি বসেই থেমে থাকেননি। একইসঙ্গে আইসক্রিমে মুখ ডুবিয়েছেন। তবে শুধুই গরম আবহাওয়ার জন্য তা নয়, বরং ভোটগ্রহণের পারদ চড়তেই শান্তিপূর্ণ বার্তা দিতেই এই ভোজন। এদিন কংগ্রেস, তৃণমূল ও বিজেপি প্রার্থী তিনজনেই আবার নানা পদ দিয়ে একসঙ্গে দুপুরের খাওয়াও সারেন। এদিন সেভাবে ঝালদায় তেমন কোনও অভিযোগের পাহাড় ঝালদা থেকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, পুরভোটের সময়ও মদন মিত্র সহ একাধিক জনকে সৌজন্যমূলক আলিঙ্গন করতে দেখা যায়। তবে সেই সবকে পিছনে ফেলে, নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর কেন্দ্রে হিংসার বদলে শান্তির ছবি।
এদিন ভোট শুরু পর থেকেই সারাদিন ধরেই একের পর এক অভিযোগ আসতে শুরু করে। শুধু ব্যাতিক্রমী ছবি ঝালদায়। পানিহাটিতে এদিন সকালেই বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। তারপর ভাটপাড়ায় ওঠে ছাপ্পা ভোটের অভিযোগ। বিরোধী এজেন্টদের অভিযোগ,' পরিচয়পত্র ছাড়াই অনেকে ভোট দিচ্ছেন। 'পুলিশের সামনেই ছাপ্পা ভোট চলছে', বলে অভিযোগ। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাগডোগরা গার্লস স্কুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত বিজেপি প্রার্থীর এজেন্ট। মেরে গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 'গোটাটাই নাটক', কটাক্ষ শাসকদলের।এখানেই শেষ নয়, ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লা খালকোকে হেনস্থা, মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুধু ব্যাতিক্রমী ছবি ঝালদায়।