C-Voter Exit Poll: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট, কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
KMC Election 2021 Live Updates: কোথাও বোমাবাজিতে জখম। কোথাও বুথে মারামারি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট। কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?

Background
উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয়ন মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বোমাবাজি থেকে রক্তপাত। বিরোধী প্রার্থীর এজেন্টদের মারধর থেকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, কলকাতা পুরভোটে উঠে এল এরকমই নানা ছবি।
আজ কলকাতা পুরসভার ভোটে দিকে দিকে তৃণমূলের সঙ্গে দ্বৈরথে জড়াল কংগ্রেস। রাস্তায় নামল বামেরা।
আজ ভোটের দিন শিয়ালদা ও খান্নায় বোমা পড়ে, গুরুতর জখম হন বেশ কয়েকজন। ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে কিল, চড়, লাথি মারা হয়। বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে মুখ ফাটিয়ে দেওয়া হয় সিপিএম প্রার্থীর এজেন্টের। ৭৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়ি ভাঙচুর করা হয়। বড়বাজারের মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে। ভেঙে ফেলা হয় ইভিএম। ছাপ্পা ভোটের ওপর অভিযোগও ওঠে।
রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য দাবি করেন, ‘ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। ভোটটা মানুষ দিচ্ছে না, তৃণমূল দিচ্ছে। তৃণমূল অবাধে ছাপা দিচ্ছে।’
পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা। কোথাও তৃণমূল ছিল প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরায় প্রার্থীকেও ভোট দিতে দেওয়া হয়নি।’
কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মোটের ওপর ভোট শান্তিপূর্ণ।’
বহু জায়গায় আবার শান্তিপূর্ণ ভোটদানের ছবিও উঠে এসেছে। অশান্তির মধ্যেও ধরা পড়েছে সৌজন্যের ছবি। এদিন বুথে যাওয়ার পথে সিপিএমের ক্যাম্প অফিসে গিয়ে খোঁজ নেন ফিরহাদ হাকিম। ৫০ নম্বর ওয়ার্ডের একটি বুথে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল প্রার্থী মৌসুমী দে।
মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটাই চেয়েছিলাম। বিরোধীরা নাটক করেছে।’
এদিন ভোট দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
KMC Election 2021 Live Updates : কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট। অন্যান্য পেতে পারে ২ শতাংশ ভোট।
KMC Election 2021 Live: সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন। বিজেপি পেতে পারে ১৩টি আসন। বাকি দলগুলি কোনও আসন পাচ্ছে না বলে উঠে এসেছে সমীক্ষায়।






















