C-Voter Exit Poll: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট, কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
KMC Election 2021 Live Updates: কোথাও বোমাবাজিতে জখম। কোথাও বুথে মারামারি। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতায় পুরভোট। কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?
LIVE

Background
KMC Election 2021 Live Updates : কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৮ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট। অন্যান্য পেতে পারে ২ শতাংশ ভোট।
KMC Election 2021 Live: সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা
সন্ধে ৬টা পর্যন্ত সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন। বিজেপি পেতে পারে ১৩টি আসন। বাকি দলগুলি কোনও আসন পাচ্ছে না বলে উঠে এসেছে সমীক্ষায়।
KMC Election 2021 Live Updates: রাজভবনে শুভেন্দু অধিকারী
রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়করা। বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
KMC Election 2021 Live: ভোটের দিনেও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়
ভোটের দিনেও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। বহুক্ষেত্রে টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করে বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন তিনি। পুরভোটের বৈঠকের প্রসঙ্গ টেনে নিশানা করলেন রাজ্য বিজেপি নেতৃত্বকে।
KMC Election 2021 Live Updates: তৃণমূল ১৩১, বিজেপি ১৩
দুপুর তিনটে পর্যন্ত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩১টি আসন এবং বিজেপি পেতে পারে ১৩টি আসন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
