![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Calcutta High Court : এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক ? হাইকোর্টে অভিষেক-কুন্তল চিঠি মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার
Abhishek Banerjee : তদন্ত চলছে, আদালত নির্দেশ না দিলেও যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, এমন নয় যে আদালতের নির্দেশে আমরা বিশেষ কোন ক্ষমতা পেয়েছি', আদালতে সওয়াল ইডির।
![Calcutta High Court : এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক ? হাইকোর্টে অভিষেক-কুন্তল চিঠি মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার Calcutta High Court Justice Amrita Sinha Asked CBI About Abhishek Banerjee Quizzing part to CBI Calcutta High Court : এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক ? হাইকোর্টে অভিষেক-কুন্তল চিঠি মামলায় প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/15/cd49370581ec27fd3727ed3a98aa4470168416051448352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টে (Calcutta High Court) অভিষেক-কুন্তল চিঠি মামলায় এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কি সম্পর্ক? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha)। ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করেছে, তারপর থেকে আপনারা পদক্ষেপ করেননি কেন ? সিবিআইকে (CBI) প্রশ্ন বিচারপতির। এজলাস বদল সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম, উত্তরে জানাল সিবিআই।
মামলার ভবিষ্যত মসৃণ করতেই স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)', আদালতে সওয়াল ইডির (ED)। না হলে যে অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়েছিল সেই অভিযোগ রোজ করা হত, এই অভিযোগ শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াত', আদালতে সওয়াল ইডির। শহিদ মিনারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনাল ইডি। 'এখন দেখা যাচ্ছে প্রত্যেক অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, এই সব ভিত্তিহীন অভিযোগকে গুরুত্ব দিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে, আদালতে সওয়াল ইডির। তদন্ত চলছে, আদালত নির্দেশ না দিলেও যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, এমন নয় যে আদালতের নির্দেশে আমরা বিশেষ কোন ক্ষমতা পেয়েছি', আদালতে সওয়াল ইডির। তদন্ত চলছে, এত আশঙ্কার কি আছে ? আদালতে সওয়াল ইডির ।
নির্দেশ প্রত্যাহারের এই আবেদন গ্রহণযোগ্য নয়, সুপ্রিম কোর্ট তদন্তে কোন স্থগিতাদেশ দেয়নি, সওয়াল বিকাশ ভট্টাচার্যর। যে প্রসঙ্গে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 'এই আবেদন গ্রহণযোগ্য নয়, এতো মনে হচ্ছে, ঠাকুরঘরে কে, আমি তো কিছু করিনি', সওয়াল সিবিআইয়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই, সওয়াল সিবিআইয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই নোটিস কার্যকর করা হবে না এই মর্মে জানানো হয়, কিন্তু সুপ্রিম কোর্টে সেই তথ্য গোপন করা হয়, সওয়াল সিবিআইয়ের। একজন জনপ্রতিনিধি আদালতকে বিভ্রান্ত করছেন, একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় না, সওয়াল সিবিআইয়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত অভিযুক্ত নন, তাকে জিজ্ঞাসাবাদ না করে তিনি সম্ভাব্য অভিযুক্ত সেটাও আমরা বলতে পারবো না, সওয়াল সিবিআইয়ের।
আরও পড়ুন- ৩৬ হাজারের চাকরি বাতিল, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এজলাস বদল হয়েছে, বক্তব্য অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবীর। ফলে নির্দেশ প্রত্যাহারের আবেদন এখানে বা এই এজলাসে না করলে কোথায় করব ? বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। ফলে আমাকে যা বলার এখানেই বলতে হবে, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। কাল ফের শুনানি, কুন্তল ঘোষের মামলা নিয়ে সওয়াল করবে ইডি।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)