Calcutta High Court : রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফ-এর নিরাপত্তায় হবে খেজুরিতে পঞ্চায়েত বোর্ড গঠন, নির্দেশ আদালতের
Khejuri Municipality : পঞ্চায়েত নির্বাচনের সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী খুকুমণি মন্ডল।
সৌভিক মজুমদার, কলকাতা : খেজুরিতে পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠনে বোমাবাজির অভিযোগের জেরে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। আদালতের নির্দেশ, 'রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফ-এর নিরাপত্তায় হবে বোর্ড গঠন। রাজ্য সিআরপিএফ-এর জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে, জেলার পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আগের দিনের চাইতে বেশি পরিমাণে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন করতে হবে'।
বিডিও অফিসের পরিবর্তে জেলাশাসকের দফতরে হবে বোর্ড গঠনের সভা, নির্দেশ আদালতের। পাশাপাশি মামলায় এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট যুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। আইনজীবীর মোবাইল ফোনে বোমাবাজির ফুটেজ দেখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 'আপনাদের কি মনে হয় না যে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে ? আদালত মামলাকারীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছিল । মামলাকারীরা যদি এফআইআর দায়েরের ক্ষেত্রে কোনও ভুল করেও থাকেন পুলিশ কি করছিল ?' মন্তব্য বিচারপতির।
'এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট যুক্ত করেননি কেন ? ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়ার মানে কি ?' আদালতে উপস্থিত পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করুন, রাজ্যকে প্রশ্ন বিচারপতির। '২টি আইনের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না পুলিশ ? পুলিশ কি সত্যিই বুঝতে পারছে না, নাকি নির্বোধ সেজে থাকার ভান করছেন ?', রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। আদালতকে বোকা ভাবার কোনও কারণ নেই, মন্তব্য বিচারপতির। 'যেখানে মানুষের প্রাণ সংশয় আছে সেখানে পুলিশের এই ভূমিকা ?' প্রশ্ন বিচারপতির। 'অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা', মন্তব্য বিচারপতির।
'পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কেন ঘটনার মোকাবিলা করা গেল না ? তাহলে তাদের বাইরের বাহিনীর সাহায্য প্রয়োজন ?' প্রশ্ন বিচারপতির। সিআরপিএফ-এর নিরাপত্তায় বোর্ড গঠনের দাবি। বিডিও-র দফতরের পরিবর্তে জেলাশাসকের অফিসে বোর্ড গঠনের সভা করার আবেদন। বিস্ফোরক আইন যুক্ত করা হয়েছে কিনা রাজ্যের কাছে জানতে চাওয়া হোক, আবেদন মামলাকারীর।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী খুকুমণি মন্ডল। যেহেতু বিস্ফোরণ হয়েছে সেই কারণে এই মামলার তদন্তের অধিকার রাজ্যের নেই, সওয়াল কেন্দ্রের আইনজীবীর। বিডিও অফিসের ৫০০ মিটারের বাইরে বোমা বিস্ফোরণ হয়েছে, জানাল রাজ্য। মোট ৯ জন গ্রেফতার হয়েছে, জানাল রাজ্য। মামলায় সংযুক্ত হওয়ার আবেদন জানালেন সাংসদ শিশির অধিকারী। (Sisir Asdhikari) পাথর ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, জানালেন শিশির অধিকারীর আইনজীবী।
আরও পড়ুন- অধীরকে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রদেশ কংগ্রেস সভাপতির