SSC: 'হিমশৈলের চূড়া মাত্র, এখনও সময় আছে, ব্যবস্থা নিন' নিয়োগ দুর্নীতিতে মন্তব্য বিচারপতির
Calcutta Highcourt: এই মামলায় দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শিক্ষা দফতর নিযুক্ত এসএসসি-র ৫ সদস্যের কমিটি ও সার্বিক দুর্নীতি অনুসন্ধানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

কলকাতা: ‘দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এখনও সময় আছে, ব্যবস্থা নিন।’ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়ে এমনই মন্তব্য করলেন বিচারপতি হরিশ টন্ডন। আজ, শুক্রবার এই মামলায় দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। শিক্ষা দফতর নিযুক্ত এসএসসি-র ৫ সদস্যের কমিটি ও সার্বিক দুর্নীতি অনুসন্ধানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এদিন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘কেন এসএসসি নিজে এফআইআর করেনি? এর পরেই ফের নেওয়া হয়েছে এসএসসি-র প্রোগ্রামিং অফিসারের গোপন জবানবন্দি। অভিযোগ, তালিকায় পিছিয়ে থাকলেও চাকরি দেওয়া হয় মুর্শিদাবাদের ৬ শিক্ষককে। আজ দুপুর ২টোয় পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে হাজির থাকার কথা এসএসসি-র প্রাক্তন উপদেষ্টার।
এর আগে স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এসএসসির উপদেষ্টা, প্রাক্তন চেয়ারম্যান-সহ ৩ জনকে এজলাসে তলব করে হাইকোর্ট। তাঁদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধাতালিকায় নীচের দিকে নাম থাকা সত্বেও, মুর্শিদাবাদে অঙ্কের শিক্ষক হিসেবে ৬ জনকে নিয়োগের সুপারিশ করে এসএসসি। ৬ জনের মধ্যে ৩ জন আদালতে উপস্থিত হয়ে দাবি করেন, সুপারিশ সত্বেও তাঁরা কেউ ওই চাকরিতে যোগ দেননি। আগামী বুধবার ওই ৩ জনকেও প্রামাণ্য নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে অনিয়মের অভিযোগের অনুসন্ধানের ভার ফের সিবিআইকে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আদালত।
উল্লেখ্য কিছুদিন আগেই নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য (West Bengal)। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য (West Bengal)। গতকাল নবম-দশম শ্রেণির এসএসসি-র (SSC) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়। এই মামলায় এবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে’।






















