CBI: এবার নজরে পার্থ, পরেশ, অনুব্রতর আয়কর সংক্রান্ত নথি, তথ্য চাইল সিবিআই
CBI: এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার তথ্য চাওয়া হয়েছে। আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি।
কলকাতা: এবার সিবিআই (CBI) নজরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), পরেশ অধিকারী (Paresh Adhikari) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আয়কর সংক্রান্ত (Income Tax) নথি। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের (Pan Card) নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই।
তদন্তে সিবিআই: গরু পাচারকাণ্ডের এবং ভোট পরবর্তী হিংসা মামলা অনুব্রতকে একাধিকবার তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডে হাজিরা দিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। অন্যদিকে, SSC-তে নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। SSC নিয়োগ-দুর্নীতি মামলায়, তিনদিন সাড়ে ১৬ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন পরেশ অধিকারী। পাশাপাশি, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় CBI জিজ্ঞাসাবাদের মুখে গত সপ্তাহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর অফিসাররা।
এসএসসি মামলার তদন্ত: পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও, গত সপ্তাহে আদালতের নির্দেশ মতো SSC’র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন্হা, উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য অলককুমার সরকার, প্রবীর বন্দ্যোপাধ্যায়, সুকান্ত আচার্য এবং তাপস পাঁজাও সিবিআই দফতরে হাজির হন। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং SSC’র উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান মিলিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই মামলায় চলতি সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পাশাপাশি, তিনবার সিবিআইয়ের জেরার পর এদিন কলকাতা ছাড়লেন পরেশ অধিকারী।
অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের তলব সত্ত্বেও আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আইনজীবী মারফত আবেদন করতে চলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। গত বৃহস্পতিবার সিবিআই হাজিরা দিয়েই যান এসএসকেএমে। আইনজীবী সূত্রে খবর, তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ১৫ দিন পর ফের যোগাযোগ করবেন সিবিআইয়ের সঙ্গে, তদন্তে সব রকম সহযোগিতা করবেন, চিঠিতে সেই কথাই জানাতে চলেছেন অনুব্রত মণ্ডল, খবর আইনজীবী সূত্রে।
আরও পড়ুন: Coochbehar News: রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল