Kashmir News : বেআইনিভাবে ঢুকে চষে বেড়াচ্ছিলেন কাশ্মীর, স্পর্শকাতর এলাকায় ঘোরাঘুরি, ধৃত চিনা নাগরিক, ফোনে সার্চ করেছিলেন এসবও
নিরাপত্তাবাহিনী তাঁর ফোনের সব তথ্য খতিয়ে দেখেছে। দাবি, ওই চিনা নাগরিকের ফোনে একাধিক সন্দেহজনক জিনিস পাওয়া গিয়েছে। তিনি সার্চ করেছেন ...

নয়াদিল্লি : এবার ভূস্বর্গ থেকে নিরাপত্তা বাহিনীর হাতে আটক এক চিনা নাগরিক। তিনি নাকি পর্যটক , অথচ নেই বেড়ানোর কোনও অনুমতি-নথি। এমনকী এদেশে ঢোকারও কোনও নথি নেই তার কাছে। অথচ বেশ ধোপদুরস্ত পোশাকে তিনি বেড়িয়ে বেড়াচ্ছেন। হালে কাশ্মীরের কোনায় কোনায় সক্রিয় নিরাপত্তাবাহিনী। ভূস্বর্গের হোটেল , হোম স্টেগুলিতে সার্চ করতে গিয়েই এই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করে নিরাপত্তাবাহিনী। প্রথমে মিলিটারি-রাডারে ধরা পড়ে একটি অস্বাভাবিক ইন্টারনেট ব্যবহারের সঙ্কেত। তখনই তারা সতর্ক হয়। সতর্ক করা হয় নিরাপত্তাবাহিনীকেও। এরপরই শুরু হয়ে যায় তল্লাশি। ধৃত চিনা লাগরিকের নাম হু কংতাই। সে চিনে সেচুয়ান এলাকার বাসিন্দা।
নিরাপত্তাবাহিনী তাঁর ফোনের সব তথ্য খতিয়ে দেখেছে। দাবি, ওই চিনা নাগরিকের ফোনে একাধিক সন্দেহজনক জিনিস পাওয়া গিয়েছে। তিনি সার্চ করেছেন কাশ্মীরে CRPF মোতায়েন নিয়ে। ইন্টারনেটে খোঁজ করেছেন Article 370 নিয়েও। এছাড়া আরও কিছু সন্দেহজনক বিষয় তাঁর সার্চে ছিল, যা থেকে মনে হতেই পারে , তাঁর উদ্দেশ্য সৎ নয়। জানা গিয়েছে, চিন থেকে এসে, তিনি ভারতের সিম কার্ড তোলেন স্থানীয় বাজার থেকে।
কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছিল সে?
সূত্র বলছে, তিনি লেহ আসেন বিমানে। কোনও ভাবে বিদেশী নাগরিকদের জন্য নির্দিষ্ট স্ক্যান এড়িয়ে যান। লাদাখে ঘোরার সময় তিনি Zanskar region -এও ঘোরা ফেরা করেন। ডিসেম্বরের ১ তারিখেই তিনি একটি আনরেজিস্টার্ড গেস্ট হাউসে থাকতে শুরু করেন। কাশ্মীরে তিনি নানা জায়গায় ঘুরে বেড়ান। তার মধ্যে উল্লেখযোগ্য হারওয়ান বৌদ্ধ মঠ, শঙ্করাচার্য পাহাড়, হজরতবাল, ডাল লেকের ধারে মুঘল গার্ডেন।
কে এই চিনা পর্যটক?
এই ব্যক্তি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে হায়ার স্টাডি করেন। এই ব্যক্তিকে আটক করার পর,জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরে হোটেল, হোমস্টে এবং হাউসবোটগুলিতে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। এখন পর্যন্ত পাঁচটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। গতকয়েক মাসে যথাযথ নিয়ম মেনে না চলায় এরকম অনেক পর্যটকদেরই আটক করা হয়েছিল। এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই চিনা নাগরিক কী উদ্দেশে বা কাদের হয়ে এই দেশে ঢুকেছিলেন, কী তথ্য তিনি জোগাড় করছিলেন, কোথায় পাঠাতেন সেই সব তথ্য। সামনে আসতে চলেছে খুব শিগগিরিই।






















