Mamata Banerjee: নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী? আজ দিল্লি যাওয়ার সম্ভাবনা মমতার..
Mamata Abhishek On Delhi: অভিষেকের সঙ্গে আজ দিল্লি যেতে পারেন মমতা..
কলকাতা: আজ দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। অভিষেকের সঙ্গে আজ দিল্লি যেতে পারেন মমতা। আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা। আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা ।
তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর, প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকবেন? নাকি INDIA জোটের বাকি মুখ্য়মন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠক এড়াবেন? তা ঘিরে এখনও অনিশ্চয়তা। বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও শেষ অবধি এদিন যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিনতু, শেষ অবধি তিনি কী করবেন? এটাই বড় প্রশ্ন।
INDIA জোটের অন্য়ান্য় মুখ্য়মন্ত্রী অবশ্য় বৈঠকে না থাকা নিয়ে কোনও ধোঁয়াশা রাখেননি। তাঁরা ইতিমধ্য়েই নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয়, তাদের তিন মুখ্য়মন্ত্রী। কর্ণাটকের সিদ্দারামাইয়া ,হিমাচলপ্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী রেভন্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন DMK শাসিত তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এম কে স্ট্য়ালিন, JMM-কংগ্রেস জোটশাসিত ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী ভগবন্ত মান।
দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনও জেলে। অর্থাৎ INDIA জোটের হাতে থাকা সবক'টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের অবস্থান স্পষ্ট। একমাত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায় কী করবেন, তা নিয়েই এখনও অনিশ্চয়তা। কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন,অন্য়ান্য় মুখ্য়মন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন আমরা যাবনা। উনি দোলাচলে আছেন। ওনার কাছে আগে দল তারপরে ইন্ডিয়া জোট। মঙ্গলবার ইন্ডিয়া জোটের তরফে, নীতি আয়োগের বৈঠকে মুখ্য়মন্ত্রীদের না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হলেও তৃণমূলের তরফে তখন জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন।
আরও পড়ুন, CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর।সূত্রের দাবি, নীতি আয়োগের বৈঠকের আগে রাজ্যের তরফে যে রিপোর্ট পাঠাতে হয়, তাও জমা পড়ে গেছে।এরইমধ্য়ে আচমকা বৃহস্পতিবার দিল্লি সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ অভিষেকের সঙ্গে দিল্লি যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।