Mamata Banerjee: করোনা আক্রান্ত সুকান্তকে ফোন মুখ্যমন্ত্রীর
গতকাল সুকান্ত মজুমদারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে জ্বর নেই।
কলকাতা: করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি (West Bengal BJP President) সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)ফোন করে শারীরিক কুশল জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁদের মধ্যে কয়েক মিনিট কথা হয়। খবর সূত্রের। গতকাল সুকান্ত মজুমদারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে (Corona Positive)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে জ্বর নেই। ঢাকুরিয়া আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আইসোলেশনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন সোয়া এগারোটার পর তাঁকে ফোন করে শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
রবিবারই করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।ঢাকুরিয়া আমরিতে ভর্তি করা হয়েছে তাঁকে।অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, শনিবার সন্ধেয় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় সুকান্ত মজুমদারকে। গতকালই জানা গিয়েছছিল যে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
সম্প্রতি করোনায় আক্রান্ত হন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ট্যুইট করে নিজেই একথা জানান তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। যদিও ভ্যাকসিনের দুটি ডোজই হয়ে গিয়েছিল তাঁর।
তার আগে কোভিড আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ ছিল তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায় যে কেবিনে ভর্তি ছিলেন, সেখানেই ভর্তি হন অরূপ। পরে সুস্থ হয়ে ওঠেন তিনি।
ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।
এরইমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। তাঁকে রাখা হয়েছে হোম আইসোলেশনে।
করোনা আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। ৬ জানুয়ারি তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিষড়ার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন আরামবাগের তৃণমূল সাংসদ।
সদ্য করোনামুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে ফলের ঝুড়ি দিয়ে আসেন ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে।