Mamata Banerjee:শনিবার এগরা ও শালবনি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
Egra Incident:শনিবার এগরা ও শালবনি সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা নির্ঘণ্ট ঠিক করা হয়েছে তাতে, শনিবার দুপুর তাঁর এগরায় যাওয়ার কথা।বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি।
আশাবুল হোসেন, কলকাতা: শনিবার এগরা (Egra) ও শালবনি (Shalboni) সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আপাতত যা নির্ঘণ্ট ঠিক করা হয়েছে তাতে, শনিবার দুপুর তাঁর এগরায় যাওয়ার কথা। বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি। ওই দিন বিকেলেই শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তৃণমূলনেত্রীরও। সমাবেশে বক্তব্যও রাখবেন তিনি।
আর কী?
গত ১৬ মে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ১১ জন মারা যান। তার প্রায় দিনদশেক পরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেদিন বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সরকারি ভাবে আর্থিক সাহায্য দেওয়ার কথা সে দিনই তিনি ঘোষণা করতে পারেন। এর পরই শালবনিতে যাওয়ার কথা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই দিনই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বসছে যার চেয়ারপার্সন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা প্রতিবাদে ওই বৈঠকে যাচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনেও ১৯টি রাজনৈতিক দল যোগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সংসদের অভিভাবক হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি, এর প্রতিবাদেই ওই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের ধারণা, এমন প্রেক্ষাপটে শালবনিতে আদিবাসী সমাজের সদস্যদের সামনে বিজেপি সরকারের বিরুদ্ধে আদিবাসী বিরোধিতার অভিযোগে সুর চড়াতে পারেন মমতা।
এগরা বিস্ফোরণ...
গত ১৬ মে এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। তার প্রায় ছ'দিন পর সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হলে নতুন করে হইচই তৈরি হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে শুরু করে এগরা থানার পুলিশ। এদিকে এগরার ঘটনায় স্বয়ং কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt ) বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে ওঠেন! বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। এতেই শেষ নয়। ঘটনার পরপরই এগরার জামগাঁ গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বারুদ। এগরার ঘটনায় এত মানুষের প্রাণ যাওয়ার পর হুঁশ ফেরে পুলিশের। তারপর জেলায় জেলায় চলে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ। তারই মাঝে ঘটে যায় বজবজের ঘটনা। এগরাতেও ফের উদ্ধার হল বিস্ফোরক।
আরও পড়ুন:কাজের জায়গায় সুখবর পেতে পারেন কারা ? কেমন যাবে আজকের দিন ?