(Source: ECI/ABP News/ABP Majha)
Asansol: রাহুল গাঁধীর সমর্থনে আসানসোলে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেস সমর্থকদের
West Burdwan News: তবে দ্বিতীয় ব্যারিকেডে বিক্ষোভকারীরা আটকে যায়। সেখানেই ব্যারিকেড ধরে ধাক্কা ধাক্কি শুরু হয়। এরপরই পুলিশের সঙ্গে একপ্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের।
কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান): রাহুল গাঁধীকে (Rahul Gandhi) হেনস্থা করছে ইডি (ED। এই অভিযোগ তুলে আসানসোলের (Asansol) জেলাশাসকের দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন ঘিরে উত্তেজনা। জেলাশাসকের দফতর যাবার রাস্তায় তিনটি ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর পরিকল্পনা করে পুলিশ। কিন্তু প্রথম ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে কংগ্রেস নেতা কর্মীরা। তবে দ্বিতীয় ব্যারিকেডে বিক্ষোভকারীরা আটকে যায়। সেখানেই ব্যারিকেড ধরে ধাক্কা ধাক্কি শুরু হয়। এরপরই পুলিশের সঙ্গে একপ্রকার খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাহুল গান্ধী। টানা কয়েকদিন ধরে দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। তা নিয়ে প্রথম দিনে থেকেই রাস্তায় নেমেছে কংগ্রেস। দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি ঘিরে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় সব রাজ্যেই একই ছবি।
এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ নয়, সোমবার রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। সনিয়া গাঁধীর অসুস্থতার জন্য ইডির কাছে এই আর্জি জানান কংগ্রেস সাংসদ। অন্যদিকে, কংগ্রেসের আন্দোলন চলাকালীন সাংসদদের সঙ্গে দিল্লি পুলিশের দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
একই মামলায় সনিয়া গান্ধীকেও আগামী ২৩ জুন তলব করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এ বার কংগ্রেস (Congress) সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi) শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়ল। নাক দিয়ে রক্তপাত হচ্ছে তাঁর। অস্ত্রোপচারও করতে হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে জানাল কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেওয়ার মধ্যেই বৃহস্পতিবার মাকে দেখতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। তার পর এ দিন সকালে সনিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিবৃতি দিল কংগ্রেস। শ্বাসযন্ত্রে ফাঙ্গাল সংক্রমণ ধরা পড়েছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে।