Minakshi Mukherjee: ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ, 'ভুয়ো অ্যাকাউন্ট', বললেন DYFI নেত্রী মীনাক্ষী
Firhad Hakim: মাইক্রোব্লগিং সাইট X-এ মীনাক্ষীর নামে তৈরি একটি হ্যান্ডল থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়।
কলকাতা: DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে বিতর্ক। ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে ফিরহাদ হাকিমের ছবি দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের হল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে বলে অভিযোগ ফিরহাদের। বিতর্কিত পোস্ট রিপোস্ট করে মীনাক্ষীকে আক্রমণ কুণাল ঘোষেরও। যদিও মীনাক্ষীর দাবি, ভুয়ো প্রোফাইল থেকে তাঁর নামে এই পোস্ট করা হয়েছে। (Minakshi Mukherjee)
মাইক্রোব্লগিং সাইট X-এ মীনাক্ষীর নামে তৈরি একটি হ্যান্ডল থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। ওই পোস্টে ফিরহাদের বিকৃত একটি ছবি রয়েছে। উপরে লেখা, '৯০ মিলি ঝড় হয়ে গেল! কিছুই বুঝতে পারলাম না'। ওই পোস্টটি এদিন রিপোস্ট করেন তৃণমূল নেতা কুণাল। তিনি লেখেন, 'ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আপনার রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তাঁর ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য'। (Firhad Hakim)
কুণাল আরও লেখেন, 'অবিলম্বে এই পোস্ট ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে না পেরে উঠলেই এমন বিকৃতি আসে। এই প্ররোচনামূলক ভাবে কোনও ধর্মকে অপমান করা ঘোরতর অন্যায়। তবে, সিপিএম তো, এরকম মানসিকতা স্বাভাবিক'।
ছিঃ মীনাক্ষী।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 26, 2024
তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তার ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য।
এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে।… pic.twitter.com/J8GIb6THlF
মীনাক্ষীর ওই পোস্ট নিয়ে চেতলা থানায় অভিযোগ জানিয়েছেন প্রতীপ্ত মুখোপাধ্যায় নামের এক যুবক। তিনি বলেন, "১৯ ঘণ্টা আগে পোস্টটি হয়েছে। সিপিএম-এর মীনাক্ষী মুখোপাধ্যায় কলকাতার মেয়র এবং আমাদের ওয়ার্ডের পৌরপিতা ববি হাকিমের ছবি যেভাবে বিকৃত করেছেন, বিশেষ করে একটি ধর্মের মানুষের ভাবাবেগে যে আঘাত করেছেন, তা এই সভ্য সমাজে কাম্য নয়। ২৪ ঘণ্টার মধ্যে ওঁকে জবাব দিতে হবে। নইলে রাস্তায় নামব আমরা।"
এ নিয়ে মীনাক্ষীর বক্তব্য, "আমার প্রোফাইল থেকে কোনও আপত্তিকর পোস্ট হয়েছে যাঁরা বলছেন, তাঁরা দায়িত্ব নিয়ে প্রমাণ করতে পারবেন তো? যাঁরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পশ্চিমবঙ্গের বিপদের সময় এগুলো প্রচার করছেন, তাঁদের মধ্যে নিশ্চিত ভাবে ক্ষুদ্র রাজনৈতিক ঘৃণিত স্বার্থ রয়েছে। তাই এগুলো করে বেড়াচ্ছেন। এর দায় আমার নয়। ছবিটি আমার ছবি, ওই নাম এবং আমার নামটিও এক। সাধারণের উদ্দেশে যে বার্তা দেওয়া দরকার, তা সকালে দিয়েছি অফিসিয়াল পেজ থেকে, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে।"
ঘূর্ণিঝড় 'দানা'র প্রেক্ষিতে এই বিতর্ক। এ নিয়ে ফিরহাদ বলেন, "এটা যদি উনি (মীনাক্ষী) না করে থাকেন, ওঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে ডায়েরি করা উচিত। আমাদের লালবাজারের যে সাইবার ক্রাইম বিভাগ রয়েছে, তারা তদন্ত করে দেখুক, নোংরা ব্যাপারটা কে ঘটিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এই পোস্ট করা হয়েছে। অত্যন্ত অন্যায়, নোংরা, বর্বর, নিন্দার ভাষা নেই। ভগবান ওরা কী করছে জানে না, ওদের ক্ষমা করে দিও।"