Kolkata: নেই অস্ত্রোপচারের সরঞ্জাম-ওষুধ, নোটিসের ভাইরাল ছবি ঘিরে ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিতর্ক
National Medical College: বলা হয়েছে, অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে সেলাই করার সুচ, সুতো, গ্লাভসের অভাব রয়েছে। ঘাটতি রয়েছে অপারেশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সহ বিভিন্ন ওষুধের।
ঝিলম করঞ্জাই, কলকাতা: নেই অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে সেলাই করার সুচ, সুতো। ঘাটতি রয়েছে অপারেশনের জন্য প্রয়োজনীয় ওষুধেরও। নোটিসের ভাইরাল ছবি ঘিরে এবার শোরগোল ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical College)। কোনও কিছুর অভাব নেই, যথেষ্ট পরিমাণে মজুত আছে। এই দাবি করে কর্তৃপক্ষ জানিয়েছে, কে নোটিস লাগাল, তার খোঁজ চলছে। সার্জারি বিভাগে ওটি কমপ্লেক্সের ভেতরে বোর্ডে টাঙানো হাতে লেখা নোটিস। নোটিসের ভাইরাল ছবি ঘিরে তোলপাড় স্বাস্থ্য ভবন থেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ।
কী লেখা রয়েছে নোটিসে?
বলা হয়েছে, অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে সেলাই করার সুচ, সুতো, গ্লাভসের অভাব রয়েছে। ঘাটতি রয়েছে অপারেশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সহ বিভিন্ন ওষুধের। অভাব আছে থ্রি ওয়ে ক্যাথিটার, ডিজে স্টেন্ট প্রভৃতিরও।
নোটিসের ছবি ভাইরাল হতেই সমালোচনায় সরব হয়েছে চিকিত্সকদের একটি সংগঠনও। এবিষয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, নোটিস বোর্ডে যে যে ওষুধ ও সরঞ্জামের ঘাটতির কথা বলা হয়েছে, সেগুলির ঘাটতি থাকার কথা নয়। মেডিক্যাল স্টোরে যথেষ্ট পরিমাণে মজুত আছে। কে ওই নোটিস লাগাল, তার খোঁজ করা হচ্ছে। হাসপাতালের বদনাম করতেই কেউ এই কাজ করেছে। তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন, স্কচ অ্যাওয়ার্ড পেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, টুইট করলেন 'গর্বিত' মমতা
কয়েক দিন আগে, একই রকম ছবি দেখা যায় কলকাতা মেডিক্যাল কলেজে। নোটিসে বলা হয়, জরুরি বিভাগে নেই জরুরি ইঞ্জেকশন। নেই এমার্জেন্সিতে হৃদরোগ, পেটের যন্ত্রণার ইঞ্জেকশন থেকে সিরিঞ্জ। যা নিয়ে শুরু হয় হইচই। এবার নোটিস নিয়ে শোরগোল ন্যাশনাল মেডিক্যাল কলেজে।