Cooch Behar News : কোচবিহারে TMC নেতা 'খুনে অধরা' , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার
Cooch Behar TMC Leader Murder Case : কোচবিহারের ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন!ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, কী প্রতিক্রিয়া নিহত তৃণমূল নেতার পরিবারের ?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল নেতা খুনে অধরা , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার। নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় বলেন,'এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই তদন্ত আমাদের অবশ্যই দরকার হবে।'কোচবিহারের ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন!ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এবার এই ঘটনায়, CBI তদন্ত দাবি করল খোদ নিহত তৃণমূল নেতার পরিবার।
শনিবার ফিল্মি কায়দায় খুন করা হয় করা কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতিকে। বাইকে করে ২ দুষ্কৃতী এসে তৃণমূলের যুব নেতাকে সামনে থেকে গুলি করে।প্রথমে তাঁর পায়ে গুলি লাগে, সেই অবস্থায় পালানোর চেষ্টা করেন তিনি। তখন মৃত্যু নিশ্চিত করে মাথায় গুলি করে অভিযুক্তরা।এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায়, পুলিশের বিরুদ্ধে আর আস্থা রাখতে পারছে না পরিবার। সিবিআই তদন্ত দাবি করছেন খোদ নিহত তৃণমূল নেতার মা। যিনি কোচবিহারের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানও।
নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় বলেন, এটা পুলিশের ব্যর্থতা। আমি মনে করব এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে কিন্তু কেন যে এরা করছে না, কী ব্যাপার এটা আমি বুঝতে পারছি না। দুটো থানা এখানে। পুণ্ডিবাড়ি থানা, কোতোয়ালি থানা। দুই জায়গার মাঝখানের ঘটনা। তার মধ্যে দুই জায়গার পুলিশ এখনও অবধি আসামি ধরতে পারল না এটা কি বাস্তব? সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন।
নিহত তৃণমূল নেতার বাবা মহিম রায় বলেন, প্রয়োজন পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব। আমি ব্যক্তিগতভাবে যাব মুখ্যমন্ত্রীর কাছে। তাৎপর্যপূর্ণভাবে, এই নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, পুলিশ তৎপর রয়েছে। কিন্তু এই তৎপরতাটাকে লক্ষ্য়ে পৌঁছতে হবে। অতি সত্বর এই ঘটনার কিনারা করতে হবে। যত দিন যাচ্ছে, সংশয় কিন্তু বাড়ছে। আস্থায় কোথাও একটা চিড় ধরছে। এই জায়গাটা পুলিশকে উপলব্ধি করে, পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক এটা আমরা চাই।
কোচবিহার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,'এটার যদি সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত হয়, তাহলে তৃণমূলের রাঘব বোয়ালদের এখানে জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। সেইজন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি এটার সিবিআই তদন্ত হোক।'সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারে ফের এক তৃণমূল নেতার খুনের ঘটনায় উত্তপ্ত জেলার রাজনীতি।






















