Jyotipriya Mallick Jail:১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের
Ration Scam Case:রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
প্রকাশ সিনহা, কলকাতা: রেশন বণ্টন (Ration Scam Case) দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick Jail Custody) আগামী ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ জামিনের আবেদন জানাননি জ্যোতিপ্রিয় মল্লিক, সূত্রের খবর এমনই। ইডি সূত্রে খবর, আদালতে তদন্তকারী সংস্থা দাবি করেছে, ৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই। স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় একথা স্বীকার করেছেন মন্ত্রী, আদালতে আরও দাবি করে ইডি। জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তাঁর নেই। আদালতে এমনই রিপোর্ট জমা দিয়েছে কম্যান্ড হাসপাতাল, খবর সূত্রে।
কী বললেন জ্যোতিপ্রিয়?
এদিনও প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী বলেন, 'বাঁদিকের হাত ও পায়ের হাল বেশ খারাপ। হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছি।' এর পর ব্যাঙ্কশাল কোর্টের লক আপ থেকে বেরিয়ে প্রেসিডেন্সি জেলের দিকে রওনা দেয় কলকাতা পুলিশের গাড়ি। তবে তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, ইডি থেকে মুক্তি পেয়েছেন। এখন জেলে যাচ্ছেন। সব কথা পড়ে জানাবেন।
প্রেক্ষাপট...
গত ২৬ অক্টোবর রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এর পরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে শোনা গিয়েছিল। প্রসঙ্গত, এই রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী ইতিমধ্য়েই জেলে। গরুপাচার মামলায়, গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেই রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিও এই মুহূর্তে জেলে। রাজ্যের এই দুই হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী উভয়ের ক্ষেত্রেই তলবের সময় দেখা গিয়েছিল, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন:শ্মশানচিতা জ্বলার পর আদি গঙ্গার মাটি ও জল দিয়ে শুরু হয় মন্দিরবাজারের শতক পুরনো পুজো