Covid19 Treatment: করোনা চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে জোর, স্থায়ী হাসপাতাল তৈরির সিদ্ধান্ত রাজ্যের
ডেল্টা, ডেল্টা প্লাস, ওমিক্রনের মতো করোনা ভ্যারিয়েন্টের আক্রমণের মুখে পড়েছে রাজ্যবাসী। সেই ত্রাস কাটিয়ে বর্তমানে রাজ্যের সংক্রমণ বেশ খানিকটা নিম্নমুখী। দৈনিক মৃতের সংখ্যাও আয়ত্তে এসেছে।
সন্দীপ সরকার, কলকাতা: করোনার চিকিৎসায় ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য খরচ হবে ৩০৭ কোটি টাকা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা চিকিৎসার জন্য ১৬টা ১০০ বেডের, ৪টে ৫০ বেডের, ১১৩টা ২০ বেডের স্থায়ী হাসপাতাল হচ্ছে।
করোনার চিকিৎসার জন্য স্থায়ী হাসপাতাল: প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়েছে রাজ্য। ডেল্টা, ডেল্টা প্লাস, ওমিক্রনের মতো করোনার নানা রূপের আক্রমণের মুখেও পড়েছে রাজ্যবাসী। সেই ত্রাস কাটিয়ে বর্তমানে রাজ্যের সংক্রমণ বেশ খানিকটা নিম্নমুখী। দৈনিক মৃতের সংখ্যাও আয়ত্তে এসেছে। আর এই আবহে এবার করোনা চিকিৎসার জন্য স্থায়ীভাবে হাসপাতাল তৈরির ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্যই তৈরি হবে এই ১৩৩টি হাসপাতাল। এই হাসপাতাল তৈরির জন্য কত টাকা খরচ হবে তা বিস্তারিত ভাবে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
কখনও হাসপাতালে বেড না মেলার অভিযোগ। কখনও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। করোনাকালে গত দুবছরে এমন নানা ঘটনা সাক্ষী থেকেছে গোটা দেশ। ইতিমধ্য়েই করোনার (Coronavirus) নতুন XE ভ্যারিয়েন্ট (XE Strain) নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রনের থেকে বহু গুণ বেশি সংক্রামক XE। দ্য গ্রেটার মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানায়, সেখানকার এক রোগীর শরীরে করোনার XE এবং আর এক রোগীর শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যদিও কেন্দ্র জানিয়ে দেয় এরকম কোনও প্রমাণ নেই।
জেলায় জেলায় হাসপাতাল তৈরির সিদ্ধান্ত: আর এই উদ্বেগের আবহেই করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধানের রাস্তা খুঁজতে উদ্যোগী হল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই স্থায়ী হাসপাতালগুলি মূলত জেলায় জেলায় তৈরি হচ্ছে। এর মধ্যে একশো বেডের ১৬টা হাসপাতালের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের একটা করে স্থায়ী হাসপাতাল হবে। হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ২টো, পূর্ব বর্ধমানে ৩টে হাসপাতাল হচ্ছে ১০০ বেডের।