Police: ‘পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের
Md Selim Police Remarks: রামপুরহাটেও পুলিশকে নিশানা সেলিমের। পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি?' এবার ফের বিতর্কিত মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের।
কলকাতা: পুলিশ (Police) সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের (Md. Selim)। বিষ্ণুপুরের (Bishnupur) পর রামপুরহাটেও (Rampurhat) পুলিশকে নিশানা সেলিমের। ‘তৃণমূল (TMC) বলছে পুলিশকে কেন কুকুরের সঙ্গে তুলনা? পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি?' এবার ফের বিতর্কিত মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের।
ঠিক কী বলেছেন তিনি?
"পুলিশ তার চরিত্র হারিয়েছে। এই পুলিশগুলোর থেকে, অপদার্থ পুলিশগুলোর থেকে ট্রেনড কুকুর অনেক বেশি প্রভুভক্ত বটেই, কিন্তু তারা নিজের কাজটাও করে প্রফেশনালি। তারা অপরাধীকে ধরে। অনুব্রতর কথায় কখনও কেস সাজিয়ে মিথ্যা মামলা দেয় না।"
মঞ্চ থেকে মহম্মদ সেলিম বলেন, "আমি আজকে দুঃখপ্রকাশ করছি। আমি কুকুরের অপমান করেছি, পুলিশের সঙ্গে তুলনা করে। এতে পুলিশের সম্মান গেছে না কুকুরের সম্মান গেছে, এটা মানুষ বুঝবে। কারণ কুকুরকে যদি ট্রেনিং দেন, বিশ্বাস করেন, ও কিন্তু ঠিক খুনিকে বের করবে, তাই তো?"
আরও পড়ুন, হেলমেট নেই কেন? প্রশ্ন করতেই ট্রাফিক সার্জেন্টকে ‘খুনের হুমকি’ বাইক আরোহীর
তৃণমূলের সমালোচনা
পুলিশের সঙ্গে কুকুরের তুলনা। যে মন্তব্যের জেরে সিপিএমের রাজ্য সম্পাদকের প্রবল সমালোচনা করছে তৃণমূল। তা সত্বেও নিজের অবস্থান থেকে যে একচুলও যে সরছেন না, তা বীরভূমের রামপুরহাটের সভা থেকে ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, "আসলে নেতাজিকে যারা তোজোর কুকুর বলেছিল, তাদের জিনগত প্রবলেম, এগুলো তাদের সংস্কৃতি আছে, মহম্মদ সেলিমের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি, অন্যান্য সব দল যে কোনও সুস্থ মানুষ।"
পুলিশ প্রসঙ্গ
সিপিএম থেকে তৃণমূল, রাজ্যের ক্ষমতায় যখন যেই থেকেছে তাদের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ বারবার তুলেছে বিরোধীরা। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে যেমন পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে। তেমনই পুলিশের উর্দি পর্যন্ত খুলে নেওয়ার হুমকি দিতে শোনা গেছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের সেই তালিকায় নবতম সংযোজন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।