Amit Shah: '৩৫টি পদ্ম ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সাইবার যোদ্ধারা', ভোট স্ট্য়াটেজি বৈঠকে আর কী বার্তা শাহর?
Loksabha Election 2023: পাখির চোখ লোকসভা ভোট, বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের। ন্যাশনাল লাইব্রেরিতে আইটি-সোশাল মিডিয়া টিমের বৈঠকে বার্তা দিয়ে অমিত শাহ বলেন...
কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট (Loksabha Election)। রণকৌশল ঠিক করতে কলকাতায় এলেন অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda)। ভোট স্ট্য়াটেজি নিয়ে বৈঠকের পাশাপাশি, কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। লাল কার্পেটে অভ্য়র্থনা জানানো হয় তাঁদের। এ দিন জোড়াসাঁকোর গুরুদোয়ারাতেও প্রার্থনা-অনুষ্ঠানে সামিল হন অমিত শাহ- জেপি নাড্ডা।
বড়দিনের রাতে কলকাতায় অমিত শাহ: পাখির চোখ আগামী বছরের লোকসভা ভোট। দলীয় রণকৌশল স্থির করতে বড়দিনের রাতে কলকাতায় এসেছেন অমিত শাহ, জে পি নাড্ডা। দিনভর তাঁদের একাধিক কর্মসূচি ছিল। ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে ছিল গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? এই সমস্ত বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ছিলেন কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা। বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়ে ছিলেন অমিত শাহ।
বিজেপির বড় বৈঠক! বড়দিনের (Christmas) পরই কলকাতায় বিজেপির বড় বৈঠক! ২০২৪-এর লোকসভা ভোট, বাংলা থেকে ফের ৩৫টি আসনের টার্গেট শাহের। ন্যাশনাল লাইব্রেরিতে আইটি-সোশাল মিডিয়া টিমের বৈঠকে বার্তা দিয়ে অমিত শাহ বলেন, '৩৫টি পদ্ম ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সাইবার যোদ্ধারা'। পাশাপাশি এদিন তৃণমূলের দুর্নীতি, তোষণ, হিংসার ঘটনাকে সামনে আনার সঙ্গে কৃষক ও উন্নয়ন বিরোধী তৃণমূলের নীতিকে প্রকাশ্যে আনার নির্দেশও দেন শাহ।
মূলত লোকসভা ভোটের স্ট্র্য়াটেজি ঠিক করতে কলকাতা ঘুরে গেলেন অমিত শাহ, জে পি নাড্ডা। তবে, বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের পাশাপাশি, তাঁরা পৌঁছে গেলেন মন্দির-গুরুদ্বারেও।
পৌঁছে গেলেন মন্দির-গুরুদ্বারেও: মঙ্গলবার সকালে, নিউটাউনের হোটেল থেকে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। সকাল ১১ টা ২৫-এ মহাত্মা গান্ধী রোডে, গুরুদোয়ারায় পৌঁছে যান তাঁরা। সেখানে প্রার্থনা করেন, বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব। হাসিমুখে ঢুকলেন। মাথায় পাগড়ি পরাচ্ছে। গুরুদোয়ারা থেকে বেরিয়ে জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
১১ টা ৫৫ নাগাদ গুরুদ্বার থেকে বেরিয়ে পড়েন অমিত শাহ ও জে পি নাড্ডা। সোজা রওনা দেন কালীঘাট মন্দিরের উদ্দেশে। বেলা ১২ টা ৯ মিনিটে পৌঁছে যান মন্দিরে। মন্দিরের ২ নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। দুধ এবং ডাবের জল দিয়ে মায়ের পা ধুইয়ে, মালা ও ওড়না পরিয়ে আরতি করেন অমিত শাহ। নিবেদন করেন পেঁড়া। মন্দির-গুরুদ্বার ঘুরে ফের নিউটাউনের হোটেলে ফিরে যান তাঁরা। তারপর সেখানে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ, জে পি নাড্ডা।