Cyclone Ashani Update : অশনির আশঙ্কায় রাজ্যের কৃষকদের সতর্কবার্তা, অ্যাডভাইসরি জারি কৃষি দফতরের
Agriculture department alerts Farmers : কৃষি সংক্রান্ত যে কোনও সমস্যায় কৃষি দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।
কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে অশনির আশঙ্কায় রাজ্যের কৃষকদের সতর্ক করে অ্যাডভাইসরি জারি করল কৃষি দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যই সতর্কবার্তা জারি করা হয়েছে।
কৃষি দফতরের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, মাঠের পাকা ধান কেটে দ্রুত গুদামে তোলা, জমিতে জমা জল দ্রুত নিষ্কাশন, সবজির মাচা ও পানের বরজের ক্ষতি আটকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষকদের আবহাওয়ার খবরে নজর রাখতে। কৃষি সংক্রান্ত যে কোনও সমস্যায় কৃষি দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের।
এদিকে অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে জলপথে চালানো হচ্ছে প্রচার। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রে থাকা মত্স্যজীবীদের উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় আগাম সতর্কতা জারি করেছে সুন্দরবন পুলিশ জেলা।
পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ সমুদ্র উপকূলেও তত্পরতা। ইয়াসের শিক্ষা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিকে। প্রশাসনের তরফে শুকনো খাবার মজুতের পাশাপাশি, বেশ কয়েকটি স্কুলেও আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকা থেকে কাউকে সরানো হয়নি। প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি-তে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব ও পুরী থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়। এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। তবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ঘূর্ণিঝড়। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।