Rajdhani Express: জঙ্গলমহলে গড়বেতার কাছে রেললাইনে রহস্যজনক শব্দ ! ট্রেন দাঁড় করিয়ে দিলেন রাজধানী এক্সপ্রেসের চালক
Delhi Bhubaneswar Rajdhani Express Jangalmahal Garhbeta Mysterious Sound: জঙ্গলমহলে গড়বেতার কাছে শিলাই হল্ট স্টেশনে রেললাইনে রহস্যজনক শব্দ ! কী রয়েছে সেখানে ?..

নয়াদিল্লি: জঙ্গলমহলে গড়বেতার কাছে শিলাই হল্ট স্টেশনে রেললাইনে রহস্যজনক শব্দ। গতকাল এই রহস্যজনক শব্দ শোনেন ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেসের চালক। শব্দের কথা রিপোর্টও করেন ট্রেনের চালক।
প্রায় আধঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় ট্রেনটিকে। রেল পুলিশ এসে ট্রেন এবং রেললাইন খতিয়ে পরীক্ষা করে। রেললাইনে কোনও বিস্ফোরক না মিললেও, নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ এলাকায় গেছে ফরেন্সিক টিম। প্রসঙ্গত, দেশের মাটিতে একের পর এক সন্ত্রাসবাদী হামলার পর খুবই সতর্ক সরকার। জলপথ, আকাশ পথ, রেলপথ, সর্বোত্রই কড়া নজরদারি চলছে। খেয়াল রাখছে প্রতিটা বিভাগ।
অতীতে ট্রেন দুর্ঘটনার পাশাপাশি নাশকতামূলক ঘটনাও খুব একটা কম নয়। নানা অছিলায় ট্রেন দাঁড় করিয়ে যেমন হামলার আশঙ্কা কেউ উড়িয়ে দিতে পারে না, তেমনই গহীন জঙ্গলপথে যাওয়ার মাঝে ট্রেন লাইনে কোনও বিস্ফোরক রাখার ঘটনাও নতুন নয়। তাই বলার অপেক্ষা রাখে না, সর্ব সময়ই চালকরা সতর্ক থাকেন।তাই জঙ্গলমহলে গড়বেতার কাছে শিলাই হল্ট স্টেশনে রেললাইনে রহস্যজনক শব্দ পাওয়ার পর, আর ঝুঁকি নিতে চাননি ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেসের চালকও।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই মুম্বই লোকাল ট্রেনে পরপর ৭টি বিস্ফোরণ হয়েছিল ১১ মিনিটের ব্যবধানে। বিস্ফোরণের মাত্রা বাড়াতে ব্যবহার করা হয়েছিল প্রেসার কুকার। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্য়েই দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছিল। চব্বিশ সালে, ঝিন্দ থেকে দিল্লিগামী ট্রেনে বিস্ফোরণে আহত হয়েছিলেন ৪ জন। বারবঙ্গবার রেল দুর্ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে উঠেছিল যাত্রী সুরক্ষা। এর আগে ট্রেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে একাধিকবার কেন্দ্রকে নিশানা করে বিরোধী দলগুলি।
চব্বিশ সালেই আরও একটি ঘটনার মুখোমুখী হয়েছিল ভারতীয় রেল। নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি, ধাতব বস্তু ছোড়ার অভিযোগ উঠেছিল। নন্দনকানন এক্সপ্রেসে হামলার অভিযোগে তদন্তে নেমেছিল জিআরপি। পাশাপাশি উত্তরপ্রদেশের গোন্ডায় দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে বোমা আতঙ্কর ঘটনা ঘটেছিল। সন্ধ্যা রাতে ট্রেনের মধ্যে বোমা থাকার খবর মিলেছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রী ও নিরাপত্তা কর্মীরা। দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পর জিআরপি, আরপিএফ-সহ নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল। গোন্ডা জংশনে ট্রেনটিকে থামিয়ে তল্লাশি চালিয়েছিল বম্ব ডিসপোজাল স্কোয়াড। যদিও পরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছিল রেল কর্তপক্ষ।






















