Abhishek Banerjee: 'জ্যোতি বসু, বুদ্ধদেব কি জেলায় জেলায় ঘুরেছেন?' মমতার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তুলনা অভিষেকের
পূর্বসূরীদের সঙ্গে মমতার তুলনা অভিষেকের মুখে 'মমতা-মডেল'। পঞ্চায়েত মানেই গ্রাম-বাংলার ভোট। তার, পঞ্চায়েত ভোটের আগে তাই গ্রাম-বাংলার মন জয়ে তৎপর সব দলই।

সন্দীপ সরকার, বিটন চক্রবর্তী, বর্ধমান: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তুলনা অভিষেকের (Abhishek banerjee)। 'আমাদের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘোরেন। আগে যাঁরা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায় (Siddhartha Sankar Roy), জ্যোতি বসু (Jyoti Basu), প্রফুল্ল ঘোষ (Prafulla Ghosh), প্রফুল্ল সেন (Prafulla Sen), বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) কি কখনও সেভাবে গেছেন ?' এদিন বর্ধমানের (Burdwan) সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গ্রাম থেকে গ্রাম দাপিয়ে বেরিয়েছেন যাতে একটি মানুষও পরিষেবা থেকে বঞ্চিত না হয়'।
কী বলেছিলেন জ্যোতি বসু: ১৯৭৭-এ বামফ্রন্ট সরকার (CPM) গঠিত হওয়ার পর জ্যোতি বসু বলেছিলেন, আমরা রাইটার্স থেকে সরকার চালাব না। আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব। তারপর, ইতিহাস। পশ্চিমবঙ্গের (West Bengal) পঞ্চায়েত ব্যবস্থা সারা দেশের কাছে মডেল তৈরি হয়ে ওঠে। আর, ২০১১ সালে, ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হারিয়ে, ক্ষমতায় আসার পর, রাজ্য পুলিশ-প্রশাসনকে জেলায় নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হচ্ছে প্রশাসনিক বৈঠক...দুয়ারে পৌঁছে গেছে সরকার। কলকাতায় বসে নয়, জেলায় গিয়ে, সেখানকার কাজের খতিয়ান, অগ্রগতির খোঁজ-খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কার্যত নতুন মডেল তৈরি করেছে। এই প্রসঙ্গ তুলে এবার, বর্ধমানের অধিবেশেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন অভিষেক: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, হাওয়াই চপ্পল পরে গ্রাম থেকে গ্রাম দাপিয়ে বেড়িয়েছে, একটা মানুষ যেন উন্নয়নের পরিষেবা থেকে বঞ্চিত না থাকে, আজকে কেউ বলতে পারবে পূর্ব বর্ধমান জেলায় যে আমি বিজেপিকে ভোট দিয়েছি বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, কেউ বলতে পারবে আমি কংগ্রেস করি বলে আমার বউয়ের স্বাস্থাসাথী কার্ড হয়নি। কেউ বলতে পারবে আমি সিপিএম, আরএসপি করি বলে আমার মেয়ে, সবুজসাথীর সাইকেল পায়নি বা কন্যাশ্রীর সাহায্য পায়নি।
পূর্বসূরীদের সঙ্গে মমতার তুলনা অভিষেকের মুখে 'মমতা-মডেল'। পঞ্চায়েত মানেই গ্রাম-বাংলার ভোট। তার, পঞ্চায়েত ভোটের আগে তাই গ্রাম-বাংলার মন জয়ে তৎপর সব দলই।
অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি : অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় সোমবারও কোনও অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিন্হা। এদিন CBI-এর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিন্হা বলেন,২৮ শে এপ্রিল, সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করেছে। তার পর থেকে কেন আপনারা পদক্ষেপ করেননি?
উত্তরে CBI-এর আইনজীবী বলেন, এজলাস বদল সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম। তখন বিচারপতি সিন্হা বলেন, এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কী সম্পর্ক? উত্তরে ED-র আইনজীবী বলেন, মামলার ভবিষ্যৎ মসৃণ করতেই মামলা স্থানান্তর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। না হলে, যে অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই অভিযোগ রোজ করা হত।এই অভিযোগ শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াত। এরপরই, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বক্তব্য শোনানোর পাশাপাশি, কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনান ED-র আইনজীবী।






















