Weather Update: ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা, পুজোর আগে মুখভার আকাশের
Weather Forecast: এদিন সকাল থেকে রোদের দেখা নেই। কখনও কখনও আকাশের মুখ ভার। আপাতত থাকবে মেঘলা আকাশ।
কলকাতা: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে গতকাল। বর্ষণ পাহাড়েও। যদিও আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। পুজোর আগে শেষ রবিবার কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার।
আবহাওয়ার আপডেট: এদিন সকাল থেকে রোদের দেখা নেই। কখনও কখনও আকাশের মুখ ভার। আপাতত থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল শনিবারের তুলনায় আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। অন্যদিকে আজ রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কমবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সহ উত্তরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় চলবে।
দুর্গাপুজোর আবহাওয়া: পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। একাধিক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন। সেই বৃষ্টির জলেই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা। জলমগ্ন হয়েছে পড়েছে মালদার বিস্তীর্ণ এলাকা। বাড়ির ছাদ পর্যন্ত জল ছুঁইছুঁই, জলের তলায় রাস্তাঘাট, চাষের জমি। পানীয় জলের টিউওয়েল অর্ধেক ডুবে গেছে জলের তলায়। লাইফ বোটে করে কোনও রকমে জলবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইংরেজবাজার পুরসভার কর্মীরা। জলমগ্ন ইংরেজবাজার, ভূতনি, বিলাইমারি মহানন্দাটোলার একাধিক এলাকা ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদার একাধিক ওয়ার্ড জলের তলায়।
মালদার গোপালপুরে শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন। বিঘের পর বিঘে জমি গ্রাস করছে গঙ্গা। ভাঙনের হাত থেকে বাঁচাতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙছেন বাসিন্দারা। ইট, কাঠের বেঁচে থাকা অংশটুকু নিয়েই নিয়েই অন্য জায়গায় ফের বসতি গড়তে হবে তাঁদের। অন্যদিকে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে শনিবার সকালেও ধস নামে দার্জিলিঙের রিমবিকে নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকা খালি করে দেওয়ার অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja 2024: ওপার বাংলায় আরাধনার সূচনা, জৌলুস কমলেও রীতি মেনেই উৎসবের প্রস্তুতি ভুঁইয়া বাড়িতে