Durgapur: প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে DVC, পুজোর মুখে বাংলায় বন্যার আশঙ্কা!
Damodar Valley Corporation: সকাল ৬টা পর থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে DVC।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নিম্নচাপের জেরে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে (Jharkhand) তুমুল বৃষ্টির জের। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়ায় ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াল দুর্গাপুর (Durgapur) ব্যারাজ। সকাল ৬টা পর থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে DVC। সেই জল পশ্চিম বর্ধমানে পৌঁছনোর পর, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া শুরু করেছে সেচ দফতর। এর জেরে দামোদরের নিম্ন অববাহিকায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার একাংশ প্লাবিত (Flood) হওয়ার আশঙ্কা।
অন্যদিকে নিম্নচাপের টানা বৃষ্টিতে বাঁকুড়ায় (Bankura) জনজীবন বিপর্যস্ত। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল সেতু দ্বারকেশ্বরের জলে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ। সমস্যায় পড়েছেন আশপাশের প্রায় ৩৫টি গ্রামের মানুষ। মীনাপুর সেতুর ওপর দিয়েও বইছে দ্বারকেশ্বরের জল। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ৮টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর জল বইছে মানকানালি সেতুর ওপর দিয়ে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এই সেতুটিও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টিতে বীরভূমে ডুবল শাল নদীর সেতু। প্রাণের ঝুঁকিয়ে ডুবে যাওয়া সেতুর ওপর দিয়ে যাতায়াত করছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে শাল নদীর জল বেড়েছে। আজ সকালে পাড়ুই থেকে ইলামবাজার সংযোগকারী সেতুটি ডুবে যায়। স্থানীয়দের দাবি, সেতুটি নিচু হওয়ায় প্রতিবার বর্ষায় এই সমস্যা হয়। সেতু উঁচু করার দাবি জানিয়েছেন তাঁরা।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে আজ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। অভিমুখ ওড়িশা। এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।