East Midnapore News: হস্টেলের শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু পাঁশকুড়ায় আবাসিক স্কুলে !
East Midnapore School Student Mysterious Death: মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক স্কুলে !

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক স্কুলের আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি।
পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি। আবাসিক স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। সোমবার হস্টেলের শৌচাগারে মেলে ঝুলন্ত দেহ।সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই আদিবাসী ছাত্রীর বাড়ি খড়গপুরে। নবম শ্রেণি থেকে পূর্ব মেদিনীপুরের আবাসিক স্কুলে পড়াশোনা করত ওই কিশোরী। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী হস্টেলে থাকত।
পরিবারের অভিযোগ,সিনিয়র এবং কয়েকজন সহপাঠী তাকে অত্যাচার করত বলে জানিয়েছিল ওই কিশোরী। মৃত ছাত্রীর বাবা বলেন, '২ দিন আগে ওর মাকে বলেছিল আমার ক্লাসমেট খুব টর্চার করছে...বাবাকে বলব আমি। হস্টেল কর্তৃপক্ষের ওপর রেখে যাই...কার ওপর আশা ভরসা করব।হস্টেল স্কুলের গাফিলতি আছে...যদি ক্লাসমেট কিছু বলে থাকে...ওরা তো সমাধান করবে।'
পাঁশকুড়ার স্কুল ট্রাস্টের অধ্যক্ষ বলেন, পড়াশোনায় ভাল নাচ-গানে ভাল...এত বুদ্ধিমান মেয়ে কেন করল...কেউ বলছে বান্ধবীদের সঙ্গে গন্ডগোল হয়েছে...আমরা বুঝতে পারছি না।তার মাও যদি বলে যেত আমাদের সুবিধা হত।' ছাত্রীর মৃত্যুতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারী মণিমালা সোরেন, বিচার চাইতে এসেছি...স্যরের সঙ্গে কথা না বলে যাব না। পুলিশ সূত্রে খবর, ১৩ জুলাই বাড়ি থেকে হস্টেলে ফিরেছিল ওই ছাত্রী। তারপর থেকে মনমরা ছিল বলে তদন্তকারীরা জানতে পারেন।এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।






















