ED Raid Municipal Recruitment Scam: ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি
সুজিত বসুর বাড়িতে ইডি তাপস রায়ের বাড়িতে তল্লাশি দমদমের প্রাক্তন পুরপ্রধানের ঘরে ইডি

Background
কলকাতা : সন্দেশখালি-সন্ত্রাসের (Sandeshkhali ED Raid) এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। ভোরের আলো ফুটতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা। এদিন সাত সকালে মন্ত্রী সুজিত বসু (Sujit Basu) ও বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তিন জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি-অভিযান।
WB ED Raid Live : ১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি
১৪ ঘণ্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোল ইডি
ED Raid Live Updates: তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা
তাপস রায়ের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা






















