ED SSC Scam: শিক্ষক-নিয়োগ দুর্নীতিতে এবার তৎপর ইডি
Teacher Recruitment: সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত ২টি মামলায় তথ্য চেয়েছে ইডি।
সৌভিক মজুমদার: কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই টাকার লেনদেনের হদিশ পেতেই এবার তৎপর ইডি। আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তথ্য খোঁজা শুরু হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার তৎপর ইডি (ED)। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত ২টি মামলায় তথ্য চেয়েছে ইডি।
কাদের থেকে তথ্য চাওয়া হয়েছে:
সূত্রের খবর, মামলাকারীদের আইনজীবীদের কাছ থেকে তথ্য চেয়েছে ইডি। একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগ-দুর্নীতির অভিযোগ তুলে মামলা করা ববিতা সরকারের আইনজীবীর কাছে তথ্য চাওয়া হয়েছে। পাাশাপাশি, নবম-দশম শ্রেণিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করা আব্দুল গনি আনসারির আইনজীবীর কাছে তথ্য তলব করা হয়েছে। শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠাতেই ইডির এই তৎপরতা বলে সূত্রের খবর।
আপাতত হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুটি মামলাতেই তদন্ত করছে সিবিআই (CBI)। ববিতা সরকারের মামলায় চাকরি গিয়েছিল পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর। তাঁকে টাকা ফেরত দিতে হয়েছে। অন্যদিকে আব্দুল গনি আনসারির করা মামলায় তদন্তের কারণে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।
টেট উত্তীর্ণদের বিক্ষোভ:
দুপুরে প্রাইমারি টেট উত্তীর্ণদের বিক্ষোভ। হাজরা মোড় ও করুণাময়ীর সামনে বিক্ষোভ দেখান ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের টেনেহিঁচড়ে ভ্যানে তোলা হয়। গোটা ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশ করলেও এতদিন ধরে চাকরি না পেয়ে বিক্ষোভ দেখা তাঁরা। এই কর্মসূচি পূর্বঘোষিত ছিল।
এসএসসি মামলায় আদালতের হাজিরার নির্দেশ:
এদিনই এসএসসি-র (SSC) চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। বৃহস্পতিবার সকালে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসএসসি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় হাইকোর্ট। রিপোর্ট জমা না পড়ায় এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ। এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।