India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Josh Hazlewood: মঙ্গলবার, ম্যাচের চতুর্থ দিন পেশির টানের জন্য মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন অজি পেসার।
ব্রিসবেন: গাব্বা টেস্ট চলাকালীনই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া (India vs Australia) । যাতে ভারতেরও কিছুটা সুবিধা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ।
পেশির টান ধরায় গাব্বা টেস্টের বাকি সময়ে জশ হ্যাজলউড (Josh Hazlewood) আর বল করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়ে গেল প্রশ্ন । মঙ্গলবার, ম্যাচের চতুর্থ দিন পেশির টানের জন্য মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন অজি পেসার ।
মঙ্গলবার এমনিতেই শুরু থেকে মাঠে ছিলেন না ডানহাতি পেসার । তিনি ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরে মাঠে নামেন । তাঁর পরিবর্তে দ্বাদশ ক্রিকেটারকে দিয়ে কিছুক্ষণ ফিল্ডিং করিয়েছিল অস্ট্রেলিয়া । তারপর অবশ্য অস্ট্রেলিয়ার অধিবায়ক প্যাট কামিন্স হ্যাজলউডের হাতেই বল তুলে দেন । যদিও তাঁকে বল করতে দেখে পুরোপুরি ফিট মনে হয়নি । তিনি স্বাভাবিক গতির চেয়ে অনেক মন্থর গতিতে বল করেন । তাঁর বলের গতি ছিল ঘণ্টায় ১৩১ কিলোমিটার । প্রথম বলটিই ছিল ওয়াইড শর্ট বল । যে বলে কাট করেন কে এল রাহুল ।
আরও পড়ুন: ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
সেই ওভারের পরে জলপানের বিরতি চলার সময় হ্যাজলউডকে (Josh Hazlewood) দেখা যায় অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) সঙ্গে লম্বা আলোচনা করছেন । সেই আলোচনায় যোগ দেন স্টিভ স্মিথ (Steven Smith) ও ফিজিও নিক জোনসও (Nick Jones) । তারপরই মাঠ ছাড়েন হ্যাজলউড ।
Josh Hazelwood is out for the remainder of the match I am guessing. So Australia are 10 men now. Hoping that it will help India. #INDvsAUS pic.twitter.com/BP7HXGR9Re
— Shri Ganesh (@QuickrOlx) December 17, 2024
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র পরে বলেন, 'সকালে ওয়ার্ম আপ করার সময় জশ হ্যাজলউডের পেশিতে টান ধরে । ওর চোট কতটা গুরুতর বোঝার জন্য স্ক্যান করানো হবে ।'
আরও পড়ুন: মাঝমাঠের সমস্যা সবচেয়ে বড় মাথাব্যথা, লাল হলুদের সামনে মঙ্গলবার পাঞ্জাব এফসি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।