Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতাকে চতুর্থবার তলব ইডির
কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।
প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় হুগলি (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) চতুর্থবার তলব করেছে ইডি (Enforcement Directorate)। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সূত্রেই যুব তৃণমূল নেতাকে আজ ফের তলব করেছে ইডি।
আগেও একাধিকবার তলব: নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গত বুধবারও তলব করেছিল ইডি। সূত্রের খবর, শান্তনুর দুটি আই ফোন বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেনিয়েই তাঁকে জিজ্ঞাসা করতে চায় ইডি আধিকারিকরা। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মোবাইলেও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা-সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছিল। সেগুলিও সাইবার বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করা হয়েছে। চ্য়াট কেন ডিলিট করা হয়েছিল? কী লুকোনোর চেষ্টা করা হয়েছিল? কুন্তলকে জেরা করে জানতে চায় ইডি। সূত্রের খবর, যুব তৃণমূল নেতার বাড়িতেও ২০০ জনের বেশি চাকরিপ্রার্থীর তালিকা ও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়। তাঁদের মধ্যে কতজন চাকরি পেয়েছিল? খতিয়ে দেখছে ইডি।
জামিনের আবেদন পার্থর: উল্লেখ্য, ইডির মামলা থেকে অব্য়াহতি ও জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দুটো আবেদন একসঙ্গে কীকরে সম্ভব? প্রশ্ন বিচারকের। ১৪ ফেব্রুয়ারি দুটো মামলারই শুনানি। গত ৩১ জানুয়ারি ইডির তলবে সিজিও কমপ্লেক্সে এলেন গোপাল দলপতি। তাঁর বিরুদ্ধে কুন্তল ঘোষের তোলা সব অভিযোগ অস্বীকার করে, পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না বলে দাবি করেছেন গোপাল। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তদন্তকে কুন্তল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি।
ব্যাঙ্ক প্রতারণা ও কোটি কোটি টাকার বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় কলকাতা জুড়ে ইডির অভিযান। কলকাতা ও শহরতলির ১৬টি জায়গায় ও দিল্লির ৪ টি জায়গায় তল্লাশি চালাল ইডির একাধিক টিম। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন: Union Budget 2023: তফসিলি জনজাতির শিক্ষায় জোর বাজেটে, শিক্ষক নিয়োগ একলব্য মডেল স্কুলে