Abhishek Banerjee: ‘সোমবার পর্যন্ত কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি’, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের
‘সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি’। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের।
কলকাতা: সুপ্রিম কোর্টে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি’। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। আগে কয়লাপাচার মামলায় দিল্লিতে অভিষেককে তলব করে ইডি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। অভিষেকের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের।
অন্যদিকে কয়লাপাচার মামলায় আজ প্রায় আট ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও দু’বার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে দু’বার দিল্লিতে ED’র সদর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবছর ৬ সেপ্টেম্বর দিল্লিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি।
এ বছরের ২১ মার্চ অভিষেককে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করেছে CBI। একবার জিজ্ঞাসাবাদ করেছে ED ‘আগের দুই তলবের জিজ্ঞাসাবাদে সদুত্তর দেননি অভিষেক’ সেই কারণেই অভিষেককে ফের জিজ্ঞাসাবাদ বলে দাবি ইডি সূত্রের। এ প্রসঙ্গে অভিষেকের দাবি, 'কলকাতার তদন্ত কেন দিল্লিতে হবে। এখানে জিজ্ঞাসাবাদ হোক। আমি সাধ্যমতো সহযোগিতা করব।'
শুক্রবার ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডে অভিষেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচার মামলায় ফের ED’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অমিত শাহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন।
এ দিন এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। আগে পলিটিক্যালি লড়ুন, নির্বাচনে লড়ুন। কত বড় ক্ষমতা আমি দেখব।'
এদিন প্রথম দফায় অভিষেককে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র। ৪৫ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদ চলে প্রায় ৭ ঘণ্টা। প্রশ্নমালা তৈরি করে অভিষেককে জিজ্ঞাসাবাদ দিল্লির ২ আধিকারিকের।