Manishankar On Abhishek: অভিষেকের হয়ে ব্যাটিং, তৃণমূলেই তোলপাড় ! কী বললেন বহিষ্কৃত TMC নেতা মণিশঙ্কর ?
Expelled TMC Leader Manishankar On Abhishek Mamata: অভিষেকের বিরুদ্ধে দলেরই প্রবীণদের একাংশের চক্রান্তের তত্ত্ব মণিশঙ্করের, কী বললেন বহিষ্কৃত তৃণমূল নেতা ?
কলকাতা: অভিষেকের হয়ে ব্যাটিং, শিক্ষক নেতাকে বহিষ্কার নিয়ে তৃণমূলেই তোলপাড়! অভিষেকের বিরুদ্ধে দলেরই প্রবীণদের একাংশের চক্রান্তের তত্ত্ব মণিশঙ্করের। নাম না করে মণিশঙ্করের হয়েই প্রবীণদের একাংশকে কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার মণিশঙ্করের।
সাংবাদিক: আমাদের সঙ্গে রয়েছেন মণিশঙ্কর মণ্ডল, বহিষ্কৃত তৃণমূল নেতা এবং অধ্যাপক নেতা। দল তো জানিয়ে দিয়েছে ?
মণিশঙ্কর মণ্ডল: না। দলের সুপ্রিম অথরিটি থেকে আমি কোনও চিঠি বা মেল কিছু পাইনি।
সাংবাদিক: এটা কেন হল ? দল বিরোধী কাজ..
মণিশঙ্কর মণ্ডল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করা কোনও দল বিরোধীতা নয়। যদি এটা দল বিরোধীতা হয়, এরকম দল বিরোধীতা কাজ আমি আরও করব।আমি মনে করি না এটা অপরাধ। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছেন। আমি যদি তাঁর হয়ে প্রশংসা করি, স্তুূতি করি, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেই সমর্থন জানানো এবং প্রশংসা করা।আমার যতটুকু ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও দূরত্ব নেই। দলের একাংশ নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার জন্য, তাঁর বিরুদ্ধে - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রচনা করছেন।
সাংবাদিক: দলে বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ?
মণিশঙ্কর মণ্ডল: একদমই তাই।
সাংবাদিক: ষড়যন্ত্রটা কী ?
মণিশঙ্কর মণ্ডল: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো। তাঁর অশ্বমেধ যোগ্যের ঘোড়াটাকে আটকানো।
সাংবাদিক: কিন্তু তিনি তো সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ?
মণিশঙ্কর মণ্ডল: প্রবীণদের একাংশ, যাদের ব্যক্তিস্বার্থে আঘাত লাগছে , তারাই করছে এই চক্রান্ত।
সাংবাদিক: এতে তাঁদের লাভ কী
মণিশঙ্কর মণ্ডল: রাজনৈতিক লাভ।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে, সোশাল মিডিয়ায় ধারাবাহিক পোস্ট করে এসেছেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। দুজনকেই সংগঠন থেকে বহিস্কার করা হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, অভিষেকের হয়ে সওয়াল করাতেই কি এই সিদ্ধান্ত?
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসায় একের পর এক পোস্ট। কখনও শহর জুড়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে 'দ্য গেম চেঞ্জার দাদা' নামে কাটআউট। কখনও আবার আর জি কর ইস্য়ুতে জহর সরকারের পদত্য়াগের পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়রে সরকারে যুক্ত করার পক্ষে সওয়াল!বারবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে গলা ফাটান যিনি,হঠাৎই সেই মণিশঙ্কর মণ্ডল, যিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি, তাঁকেই সম্প্রতি বহিষ্কার করা হয়েছে!
আরও পড়ুন, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির গঙ্গাসাগর : ED
বৃহস্পতিবার, ফেসবুকে এই পোস্টটি করেন মণিশঙ্কর মণ্ডল। যেখানে তিনি লেখেন , 'শিক্ষার স্বার্থে, অধ্য়াপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে রাজ্য়জুড়ে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্য়ালয় অধ্য়াপক সমিতির লড়াই চলছে, চলবে। আজ অধ্য়াপকদের বিভিন্ন সমস্য়া নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্য়াপ্টেন ও পথপ্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করলাম। 'নীচে লেখা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।