Fake Saline: স্যালাইনকাণ্ডে ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ CID-র, প্রসূতি মৃত্যুর দিন OT-তে থাকার কথা ছিল...
Fake Saline CID Summons 2 Doctors Medinipur Medical : সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

কলকাতা: স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র।
প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।
স্যালাইনকাণ্ডে রাজ্য় সরকারের সাসপেনশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করলেন এক সাসপেন্ডেড চিকিৎসক। এদিনই চিকিৎসকদের বিরুদ্ধে FIR প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। অন্যদিকে স্যালাইনকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে মেদিনীপুরে পথে নামল সিপিএম। কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চাইতে গিয়ে, বুধবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য় সরকারই। আসফাকুল্লা নাইয়ার মামলাতেও, এদিন কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ।
একইদিনে মেদিনীপুর মেডিক্য়ালের চিকিৎসকদের সাসপেনশন নিয়েও মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। প্রসূতি মৃত্য়ুর ঘটনায়, চিকিৎসকদের সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার, তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক সাসপেন্ডেড চিকিৎসক। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যালে, এক প্রসূতির মৃত্য়ু ঘিরে, প্রবল বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি নিষিদ্ধ রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইন ব্য়বহারের।
কিন্তু, এই ঘটনার জন্য় চিকিৎসকদের দায়ী করে রাজ্য সরকার। ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। এই সাসপেন্ডেড চিকিৎসকদের মধ্য়ে একজন, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে পল্লবী দাবি করেছেন, তিনি প্রসূতিদের অ্যানাস্থেশিয়া করেছিলেন। অ্যানাস্থেশিয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়নি। তাঁকে অহেতুক সাসপেন্ড করা হয়েছে।
মেদিনীপুর মেডিক্যালের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে CID তদন্তও চলছে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের বিরুদ্ধে হওয়া FIR প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এর আগে চিকিৎসকদের সাসপেনশন প্রত্য়াহারের দাবিতে, মুখ্য়মন্ত্রীকেও ইমেল করা হয়েছে। স্যালাইনকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে এদিন মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন।
আরও পড়ুন, স্যালাইনকাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ারে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)























