Dhaka Airport: ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা! সমস্ত উড়ান স্থগিত
Dhaka Airport Fire Breaks: কার্গো ভিলেজ ভবন থেকে অনেক ধোঁয়া বের হতে দেখা গেছে।

ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, সমস্ত উড়ান স্থগিত। ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন, কীভাবে আগুন, এখনও ধোঁয়াশা।
সূত্রের খবর, শনিবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে। বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম। কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।
কার্গো ভিলেজ ভবন থেকে অনেক ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। দুই প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
শনিবার সাড়ে ৩টে নাগাদ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ পরিচালক মহম্মাদ কাউছার মাহমুদ। অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি বলেন, ‘‘আমরা একটা এমারজেন্সি হ্যান্ডল করছি, আমাদের সহযোগিতা করুন।’’
অন্যদিকে, বাংলাদেশে ফের বিদ্রোহ। ঢাকায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ। ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলির 'চুক্তি'। রাজনৈতিক সংস্কারের রোডম্যাপে যুক্ত করতে হবে আরও দাবি। একাধিক দাবিতে ঢাকায় পার্লামেন্টের সামনে তুমুল বিক্ষোভ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর দমকল বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে। কাজে নেমেছে বিজিবিও।






















