এক্সপ্লোর
Weather Update: রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, জবুথবু দশা কলকাতার, একাধিক জেলায় এবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি !
West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন ও শৈত্য প্রবাহের পরিস্থিতি , কাল কেমন থাকবে আবহাওয়া ?
রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড়, জবুথবু দশা কলকাতার, একাধিক জেলায় এবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জারি !
1/13

ঠান্ডায় কনকনে কলকাতা। তাপমাত্রা নামতে নামতে প্রায় দশ, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি কম। কুয়াশার চাদরে অদৃশ্য সূর্য। সঙ্গে তিরতিরে ঠান্ডা হাওয়া। মঙ্গলবারের শীতে একেবারে জবুথবু দশা কলকাতার।
2/13

দক্ষিণবঙ্গে এদিন সবচেয়ে শীতল ছিল বীরভূম। দার্জিলিঙে তাপমাত্রা নামল দেড় ডিগ্রিতে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন ও শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Published at : 06 Jan 2026 11:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















