South 24 Pargana News: কুলতলি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার ১
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, একটি নাইন এম এম পিস্তল ও ৪ রাউন্ড গুলি। খুনের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে অস্ত্র, গুলি মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
![South 24 Pargana News: কুলতলি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার ১ Firearms and ammunition recovered from Kultali, 1 arrested South 24 Pargana News: কুলতলি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/6713a970bc2410b7e37c867987d02e6f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: নদিয়ার (Nadia) পর দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। কুলতলি (Kultali) থেকেও উদ্ধার অস্ত্র, গুলি। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ৩৬ নম্বর মণ্ডলের লাট এলাকায় অভিযান চালায় পুলিশ (Police)। গ্রেফতার করে বিবেক নস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, একটি নাইন এম এম পিস্তল ও ৪ রাউন্ড গুলি। খুনের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে অস্ত্র, গুলি মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে এদিনই নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি হাড়োয়া খাল এলাকা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতের নাম আবিদ রহমান। তার বাড়ি বারাসতের শাসন এলাকায়। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে খবর আসে, হাড়োয়া খালপাড় এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে সেখানে হানা দিয়ে আবিদ রহমান নামে একজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।
ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার জন্য এসেছিল হাড়োয়া খালপাড় এলাকায়। ধৃতের বাড়ি বারাসত শাসন এলাকায়। ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল এবং কাকে বিক্রি করার জন্য এসেছিল, তা জানার চেষ্টা শুরু করেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে আর কেউ আছে কিনা, সেটাও জানার চেষ্টা চালায় পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)