Firhad Hakim: 'মহুয়া সরব বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার', মন্তব্য ফিরহাদের
Mahua Moitra Controversy:গতকালই কুণাল ঘোষ বুঝিয়ে দিয়েছিলেন মহুয়া বিতর্কে জড়াতে চায় না শাসক দল।
কলকাতা: মহুয়া মৈত্র সংক্রান্ত বিতর্কে দল যে দূরত্ব বজায় রাখছে তা আগেই স্পষ্ট হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যে। কিন্তু এবার মহুয়া মৈত্র ইস্যুতে দলীয় সাংসদের পাশেই থাকার কথা বললেন ফিরহাদ। তাঁর দাবি, 'মহুয়া সরব বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার'।
গতকালই কুণাল ঘোষ বুঝিয়ে দিয়েছিলেন মহুয়া বিতর্কে জড়াতে চায় না শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মন্তব্য করেছিলেন এই বিষয়ে যা বলার মহুয়া বলবেন।
মহুয়া মৈত্র ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপি নেতা বলেন, 'এতে অবাক হওয়ার কিছু নেই যে মহুয়াকে পরিত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছাড়া কাউকে বাঁচাবেন না মমতা। দুর্নীতির দায় একাধিক তৃণমূল নেতা জেলে রয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীরব।' পাল্টা মুখ খুলেছেন কুণাল ঘোষও। তাঁর দাবি, তৃণমূলকে নিয়ে বিরোধীদের ভাবতে হবে না। আগে নিজেদের ঘর সামলান।
It is not surprising that Mamata Banerjee has abandoned Mahua Moitra. She will defend no one else but Abhishek Banerjee, who is no less delinquent… Several TMC leaders are in jail on serious corruption and criminal charges but Mamata Banerjee has maintained radio silence.
— Amit Malviya (@amitmalviya) October 21, 2023
আরও পড়ুন: নবঘট থেকে ৬৪ ভোগ! রাজবাড়ির অষ্টমী পুজো ঘিরে তুমুল ব্যস্ততা