Mysterious Death: ভিডিও কলে স্ত্রীকে জানিয়ে আত্মহত্যা! ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য় চলছিল, এরই মধ্যে, ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্য়ার কথা জানিয়ে, সুইসাইড করলেন ব্য়াঙ্ককর্মী!

কলকাতা: গড়ফার আবাসনে ব্যাঙ্ক কর্মীর অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভিডিও কলে স্ত্রী-কে আত্মঘাতী হওয়ার কথা জানান ব্য়াঙ্ককর্মী। তারপরই পুলিশকে খবর দেন তাঁর স্ত্রী। ঘটনায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য় চলছিল, এরই মধ্যে, ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্য়ার কথা জানিয়ে, সুইসাইড করলেন ব্য়াঙ্ককর্মী! গড়ফার আবাসনে ব্য়াঙ্ক কর্মীর অস্বাভাবিক মৃত্য়ুর ঘটনায় এমনই দাবি করেছেন তাঁর স্ত্রী। রবিবার রাত ২ টো নাগাদ, গড়ফার পূর্বাচল মেন রোডের এই আবাসনের একটি ফ্ল্য়াটের দরজা ভেঙে পেশায় ব্য়াঙ্ককর্মী প্রসূণ বন্দ্য়োপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ব্য়াঙ্ককর্মীরই স্ত্রীই পুলিশকে খবর দেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও ঘটনা রামপুরহাটে: সম্প্রতি রামপুরহাট একটি বেসরকারি হোটেল থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধারকে (Deadbody) ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রামপুরহাট থানার পুলিশ (Police) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Autopsy) জন্য পাঠায়। জানা যায় মৃতের নাম রতন আগড়ওয়াল। তাঁর বাড়ি রামপুরহাট ১০ নং ওয়ার্ডে বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ তারিখ রতন আগড়ওয়াল রামপুরহাট ভাড়শালা মোড়ে একটি হোটেলে ঘর ভাড়া নেয়। প্রতিদিনের মত শনিবার রাত্রে খাওয়া দাওয়া করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রবিবার সকালে হোটেলের কর্মীরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপুরহাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গতবছর অক্টোবারে কলকাতার হোটেলে ওড়িশার ব্যবসায়ীর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা গিয়েছিল। পুলিশের দাবি, হোটেলের ঘর থেকে মিলেছে প্রচুর ওষুধও মিলেছিল। আত্মহত্যা? খুন নাকি অসুস্থতা থেকেই মৃত্যু? ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ।
হোটেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ওড়িশার ব্যবসায়ীকে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ব্যবসায়ীর মৃত্যু কি স্বাভাবিক? নেপথ্যে অন্য কোনও কারণ? ঘনীভূত রহস্য। নিউ মার্কেট থানার পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম নিসারউদ্দিন খান (৫২)। তিনি ওড়িশার জাজপুরের বাসিন্দা। লেনিন সরণির হোটেল রিগালের ১১৭ নম্বর রুমে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতায় এলে এই হোটেলেই উঠতেন নিসারউদ্দিন খান। গত সোমবারও তিনি এই হোটেলেই ওঠেন।






















