Ghatal: জলের তোড়ে তলিয়ে গেল বাড়ি, ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর
স্থানীয় সূত্রে দাবি, ওই বাড়ির একতলা জলে ডুবে রয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল শিশু।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: এক নাগাড়ে টানা বৃষ্টির জেরে ঘাটাকের পরিস্থিতি ভয়ঙ্কর। জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ঘাটালের পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগরে ৪ বছরের শিশুর জলে ডুবে মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দাবি, ওই বাড়ির একতলা জলে ডুবে রয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল শিশু। আজ সকালে বাবা-মা ঘুম থেকে উঠে জলের মধ্যে শিশুর মৃতদেহ দেখতে পান। স্থানীয় সূত্রে খবর, সম্ভবত ঘুম থেকে উঠে জলে পড়ে যায়। জলের দাপটে ওই বাড়ির একতলা জলে ডুবে রয়েছে। জলের মধ্যে শিশুর মৃতদেহ দেখতে পাওয়া যায় আজ সকালে। সম্ভবত ঘুম থেকে উঠে জলে পড়ে যায় ওই শিশু, এমনটাই দাবি।
এদিকে, ঘাটালের মানসুকায় জলের তোড়ে ভাঙল বাড়ি। সকাল ৯টা নাগাদ ঘটে দুর্ঘটনা।চড়কতলায় দোতলা পাকা বাড়ি হুড়মুড়িয়ে চলে যায় নদীগর্ভে। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি ফাঁকা করা হয়েছিলে আগেই দুর্ঘটনায় তাই কোনও হতাহত হয়নি।
এদিকে, কেতুগ্রামে অজয়ের বাঁধ ভেঙে বেশ কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। প্রায় ১০টি গ্রাম জলমগ্ন। জল ঢুকেছে বহু বাড়িতেও। এরইমধ্যে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি আরও বেড়েছে। চন্দ্রকোণা ও ও ২ নম্বর ব্লকে শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে। এর জেরে ২টি ব্লকের বহু গ্রাম প্লাবিত।
দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে বিপত্তি। গতকাল রাতে হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মনসাতলা এলাকায় বাঁধ উপচে জল ঢুকেছে আরামবাগ শহরে। আরামবাগ পুরসভার বহু এলাকা জলে ভাসছে। আরামবাগ থেকে কলকাতা আসার রাজ্য সড়কও জলের নীচে। আরামবাগ থেকে বাঁকুড়া ও বর্ধমানে যাওয়ার রাস্তাও জলমগ্ন। সেই কারণে ওই সব রাস্তায় যান চলাচল করছে না। বহু বাড়িতে জল ঢুকেছে। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা আটকে পড়ায় উদ্ধারের জন্য নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।