KIFF: 'বাংলা দুর্নীতিতে আক্রান্ত, সলমনের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী', বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী
Giriraj Attacks Mamata KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গতকাল অনুষ্ঠান চলাকালীন সলমনের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই বিষয়কে তুলেই মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ গিরিরাজের
কলকাতা: মঙ্গলবার শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। নেতাজি ইন্ডোরে চলে জমজমাট অনুষ্ঠান। গতকাল অনুষ্ঠান চলাকালীন সলমন, অনিল কপূর, সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই বিষয়কে নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ (Giriraj Singh)।
এবিপি-র নেওয়া গিরিরাজ সিংহ সাক্ষাৎকারে আক্রমণ করে বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বিশ্বে রয়েছেন। গোটা বাংলা দুর্নীতিতে আক্রান্ত, গরিবের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর সলমন খানের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী', মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ গিরিরাজ সিংহর। গিরিরাজ সিংহ-র সাক্ষাৎকারে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক বাতিলের ইস্যুটিও উঠে এসেছে। মূলত ওই বৈঠক বাতিল হওয়ার আগে মমতা বলেছিলেন, তাকে বৈঠক সম্বন্ধে কিছুই জানানো হয়নি। উত্তরবঙ্গ সফর রয়েছে তাঁর। এদিকে তার পরপরই মমতা সহ একাধিক জনের গরহাজিরের ইস্যুতে শেষঅবধি ওই বৈঠক বাতিল করে দেওয়া হয়। উসকে গিয়েছে এই বিষয়টিও।
Nero fiddled while Rome burnt !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 6, 2023
WB CM is Nero 2.0. She is dancing as WB is reeling under tremendous financial burden & limitless corruption !!! pic.twitter.com/tMyxV5uscC
মূলত বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায় ( Mamata Banerjee) আগেই জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। আজ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। মূলত ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যাওয়া নিয়ে আগেই ধোঁয়াশা দেখা গিয়েছিল। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তাকে এই বিষয়ে কেউ ফোন করেনি এবং এই বিষয়ে কেউ কিছু জানায়নি। এবং তিনি আরও জানান তাঁর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি রয়েছে। আগে জানলে সেই ভাবেই ভাবা হত। 'দিন ঠিক করার আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে কথা বলে নেওয়া উচিত ছিল', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মমতাকে কী কমিটমেন্ট 'ভাইজানের' ?
অপরদিকে আরও একটি বিষয়ও এখানে প্রাসঙ্গিক। এনসিআরবি-র ২০২২-এর রিপোর্ট অনুসারে (NCRB data) এই নিয়ে তৃতীয়বার দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হয়েছে কলকাতা (Kolkata)। অপরাধের সংখ্যা (Crime Rates) এই শহরে সবথেকে কম। অপরাধের তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। বিষয়টি ভেবে দেখা উচিত বলে মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাঁজার ( Shashi Panja)। গতকাল শশী পাঁজা বলেছেন, 'কলকাতা সব থেকে নিরাপদ শহর। অপরাধের সংখ্যা কমেছে। দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নারী সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ কলকাতা।'