Salman On KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মমতাকে কী কমিটমেন্ট 'ভাইজানের' ?
Salman On KIFF 2023: 'আমার বলার জন্য কীইবা বেঁচে আছে ?' বলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্টেজ ছাড়তে যেতেই সলমন..
কলকাতা: আজ থেকে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। নেতাজি ইন্ডোরে চলছে জমজমাট অনুষ্ঠান। যোগ দিয়েছেন সলমন খান, অনিল কপূররা। এদিন সলমন বক্তব্য শুরুর আগেই গোটা অডিটরিয়ামে একই ছন্দে আওয়াজ করলেন অনুরাগীর দল। এদিন সলমান খান বলেন, 'এভাবেই চিৎকার করে যাবেন আপনারা। এবং আপনারা এভাবেই যেনও আমাকে বলতে না দেন', একরাশ আনন্দ নিয়ে বললেন বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan)।
'আমার বলার জন্য কীইবা বেঁচে আছে ?'
কারণ এখন বলবার জন্য কীইবা বেঁচে আছে ? মজা করেই সলমান বললেন,' যা যা আমি এখানে বলতে এসেছিলাম, সেই সব কথাই শত্রুঘ্ন সিনহা সাব, মহেশ ভট্ট সাব, অনিল কপূর সাব, এমনকি সোনাক্ষী দেবীও বলে দিয়েছেন। এখন আপনারা কি চান, আমি ওই একই কথা ফের আওড়ে যাই ? এরপরেই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ্ বলে মিছি মিছি হেঁটে ডায়াস থেকে বেরিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেন। ব্যস এই কথা বলতেই ফের অনুরাগীরদের তরফে আসে আওয়াজ। হেসে তাঁকান মমতা। এরপরেই বাংলায় সলমন খান সম্পূর্ণ বাংলা উচ্চারণে জিজ্ঞেস করেন, 'তোমরা সবাই কেমন আছো ?'
'একবার যো..'
প্রসঙ্গত, সম্প্রতি সলমন খানকে এই শহরে আসতে দেখা গিয়েছিল। সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন 'ভাইজান।' সেই প্রসঙ্গ তুলেই এদিন সলমন বলেন, 'এর আগে একটি কনসার্টের সূত্রে এশহরে এসেছিলাম। মনে হয়েছিল যে, গোটা কলকাতা ওই কনসার্টে এসেছিল। এই শহরের জনসংখ্যা আমি জানতে পেরে গিয়েছি। এটা জানতে পেরে আমি খুবই খুশি হয়েছি। তখন মমতা দিদি আমাকে বলেছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাকে আসতেই হবে। এটুকু বলেই ফের রসিকতা করে তাঁর ছবির বিখ্যাত ডায়লগ মনে করিয়ে সলমন বলেন, সোনাক্ষী তো জানেই একবার আমি যে প্রতিশ্রুতি দেই, সেটার পর আমি তো আমার কথাও শুনি না। '
আরও পড়ুন, নেচে উঠলেন সলমন-অনিলরা, এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী! নেতাজি ইন্ডোরে জমাটি উদ্বোধন KIFF-র
বাংলায় শুটিংয়ের জন্য ফের আসার মমতার আমন্ত্রণ
এদিন নেতাজি ইন্ডোরেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সলমন, অনিল কপূর, সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি যাওয়ার প্রসঙ্গ তুললেন সলমন খান। গ্রহণ করলেন বাংলায় শুটিংয়ের জন্য ফের আসার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ ।