Businessman Mysterious Death: ব্যবসায়ীর রহস্যমৃত্যু, পানশালা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
Businessman Death: স্ত্রীর অভিযোগ, এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হত। ২০২১ থেকে আয়কর দফতর থেকে চিঠি আসা শুরু হয়।
কলকাতা: হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যু। পানশালা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতের নাম প্রদীপ সাউ। পরিবারের দাবি, কুমোরটুলির বাসিন্দা বছর ৫৬-র প্রদীপ গতকাল সন্ধেয় দুই বন্ধুকে নিয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ওই পানশালায় গিয়েছিলেন। রাতে তাঁর মৃত্যুর মেলে। পরিবারের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
হেয়ার স্ট্রিট থানা এলাকায় শেয়ার ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবার সূত্রে খবর, প্রদীপ সাউ ও তাঁর স্ত্রী একাধিক কোম্পানির ডিরেক্টর ছিলেন। স্ত্রীর অভিযোগ, এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হত। ২০২১ থেকে আয়কর দফতর থেকে চিঠি আসা শুরু হয়। এই নিয়ে ব্যবসার অংশীদারদের সঙ্গে গন্ডগোল চলছিল বলে মৃত শেয়ার ব্যবসায়ীর পরিবারের দাবি। মৃত্যুর সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
নিউ টাউনে সরকারি আবাসনে তরুণের রহস্যমৃত্যু: চলতি মাসেই মঙ্গলবার নিউ টাউনে (New Town) সরকারি (Govt) আবাসনে তরুণের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়। সাতসকালে আবাসনের রাস্তায় পড়েছিল রক্তাক্ত দেহ। নিরাপত্তারক্ষীরা আকাঙ্খা আবাসনের ক্লাসিক থ্রি টাওয়ারের নীচে তরুণের (Youth) দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের ঈশান নিধারিয়া। বছর একুশের ওই তরুণ আবাসনের বাসিন্দা নন। কী কারণে ওই তরুণ আবাসনে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। খুন না কি আত্মহত্যা, মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কিনা, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।
বাঁশদ্রোণীতে তরুণীর রহস্য মৃত্যু: বাঁশদ্রোণীতে ( Bansdroni) জিম (Gym)করতে গিয়ে তরুণীর রহস্য মৃত্যু (Mysterious Death)। বছর ১৯-র ওই তরুনীর নাম ঋত্বিকা দাস। তিনি মূলত বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা। জানা গিয়েছে, জিম করতে গিয়ে আচমকাই 'বুকে ব্যথা' অনুভব করেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী করে মাত্র ১৯ বছরে এভাবে মৃত্যু হল বাঁশদ্রোণীর ঋত্বিকা দাসের ?
কিন্তু কী করে মাত্র ১৯ বছরে এভাবে মৃত্যু হল বাঁশদ্রোণীর ঋত্বিকা দাসের ? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিম কর্তৃপক্ষ এবং বন্ধুরা জানিয়েছে, এদিন জিম করছিল ঋত্বিকা। জিম করতে করতেই হঠাৎ করে 'বুকে ব্যথা' অনুভব করেন। জানা গিয়েছে, বাড়ির কাছে জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন ঋত্বিকা । নজরে আসে তার জিমের বন্ধুদেরও বিষয়টি। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।