SSC-র তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন দাগিদের, বিচারপতি জানিয়ে দিলেন...
SSC Case : আদালত বহাল রাখল স্কুল সার্ভিস কমিশনের ১৮০৬ দাগি ক্যান্ডিডেটদের তালিকা।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র তালিকা প্রকাশের পর সোমবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘দাগি’ শিক্ষকদের একাংশ। মঙ্গলবার হাইকোর্টে খারিজ হয়ে গেল অযোগ্যদের আবেদন। আদালত বহাল রাখল স্কুল সার্ভিস কমিশনের ১৮০৬ দাগি ক্যান্ডিডেটদের তালিকা।
SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন প্রায় সাড়ে ৩০০ জন ‘দাগি’ শিক্ষক। মামলাকারীদের আইনজীবীরা সওয়াল করেন, আদালতের নির্দেশে বলা হয়েছে, যাঁরা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছেন, সুপারিশে যাঁদের চাকরি হয়েছে, অথবা যাঁরা খালি OMR শিট জমা দিয়েছেন, এই ৩টি ক্যাটিগরিতে চাকরিপ্রাপকদের ‘দাগি’ বলে চিহ্নিত করা যাবে। এক্ষেত্রে মামলাকারীরা কোনও ক্যাটিগরিতেই পড়েন না বলে মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন।
মঙ্গলবার শুনানিতে কমিশনের প্রকাশ করা 'দাগি'দের তালিকায় হস্তক্ষেপ করেনি আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দেন, এই মুহূর্তে ১৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়। বিচারপতির পর্যবেক্ষণ, 'সুপ্রিম কোর্ট যখন দাগিদের স্কুলে যেতে বারণ করেছিল, তখনই সমাধান খোঁজা উচিত ছিল মামলাকারীদের'। সওয়াল জবাব চলাকালীন বিচারপতি প্রশ্ন করেন, দাগি শিক্ষকরা কি এখনও কাজ করছেন? বিচারপতির প্রশ্ন শুনে 'না' বলেন দাগি শিক্ষকদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী তখন বিচারপতি প্রশ্ন করেন,'তাহলে আপনারা আগে আদালতে কেন আসেননি?'এরপর হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ করে দেন বিচারপতি।
সোমবারই বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, 'মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলায় হাইকোর্ট কীভাবে হস্তক্ষেপ করবে?' মামলাকারীদের সুপ্রিম কোর্টে যেতে বলেন বিচারপতি ভট্টাচার্য। মামলাকারীদের আইনজীবীরা সওয়াল করেন, 'এই মামলা শোনার এক্তিয়ার হাইকোর্টের আছে। তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।' এরপর হাইকোর্ট নির্দেশ দিলে মামলাকারী ‘দাগি’ শিক্ষকরা সুপ্রিম কোর্টে যাবেন। তারপর মঙ্গলবার শুনানির দিন ধার্য হয়।
SSC প্রকাশিত দাগিদের তালিকায় নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ একাধিক জনের। SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে, বউমা থেকে কাউন্সিলর, অনেকের। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। দাগি তালিকায় ১২৬৯ নম্বরে নাম নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাজি । দাগি তালিকায় খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতির স্ত্রী। দাগি তালিকায় রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে। দাগি তালিকায় উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। দাগি তালিকায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিক ।
দাগি তালিকায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষের মেয়ে-জামাই
দাগি তালিকায় বাগদার তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম
দাগি তালিকায় হিঙ্গলগঞ্জের তৃণমূলনেত্রীর মেয়ের নাম
দাগি তালিকায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা






















