Higher Secondary Result: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে চরম অসন্তোষ, স্ক্রুটিনি-রিভিউর তারিখ প্রকাশ বোর্ডের
HS Result 2022: অকৃতকার্য পড়ুয়াদের দাবিতে একাধিক জেলায় অশান্তির ছবি দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ।
কলকাতা: উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট (Result) বেরনোর পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ-প্রতিবাদ দেখিয়েছেন পড়ুয়ারা। অকৃতকার্য পড়ুয়াদের দাবিতে একাধিক জেলায় অশান্তির ছবি দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে রিভিউ (Review) এবং স্ক্রুটিনির (Scrutiny) তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
আগামী ২০ জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুলাই পর্যন্ত। কিন্তু যে কোনও আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফলাইনে কোনও রিভিউ এবং স্ক্রুটিনি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড। আবেদনকারীরা একই সঙ্গে রিভিউ-স্ক্রুটিনি এবং আরটিআই করতে পারবেন না। এর ফলে জটিলতা বাড়তে পারে। ফল পেতেও দেরি হতে পারে বলে জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন, ছাগলের কানের হাড় বসল মানব দেহে! অসাধ্যসাধন আরজি কর-এ
আরটিআইয়ে উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন করতে পারেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ, স্ক্রুটিনি এবং আরটিআইয়ের উত্তর দেওয়া হবে। নিয়ম যা বলা হয়েছে সেই মতোই এই প্রক্রিয়া করতে হবে পরীক্ষার্থীদের এমনটাই বলা হয়েছে।
উচ্চমাধ্যমিকে ফেল করেও পাস করানোর দাবি। কলকাতা থেকে জেলা... দফায় দফায় অকৃতকার্যদের বিক্ষোভ। সল্টলেকে তুলকালাম। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবে। সবাই পাস করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান। পাস করানোর দাবিতে সোমবার, শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখায় উচ্চমাধ্যমিক ফেল পড়ুয়ারা। ইন্দিরা ভবনের সামনে, ধুন্ধুমার পরিস্থিতি হয়।
উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পাশের হার ছিল এত...আনসাকসেসফুল ১১.৫৬ পারসেন্ট.. প্রায় ৮০ হাজারের কাছাকাছি... এবার রেজাল্ট তুলনামূলকভাবে খুবই ভালো... টপ টেনে ২৭২ জন... পরীক্ষা দিলে কেউ না কেউ তো ফেল করবেই। এতে আমাদের কিছু করার নেই। পাস করিয়ে দেওয়ার দাবি.. গতবার পরীক্ষা হয়নি। তাতে পাস করানো হয়। পরীক্ষা ব্যবস্থায় পাস-ফেল প্রথা থাকবে। কোনও অভিযোগ থাকলে, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, রিভিউ ওপেন করছি। খুটিয়ে দেখব। পাশ করার মতো অবস্থায় থাকলে, নিশ্চয়ই করবে।"