Howrah News: হোম কাণ্ডে নতুন মোড়, গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে
এই ঘটনায় এর আগে দশজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে আছেন সুমিত অধিকারীর স্ত্রী গীতশ্রী অধিকারীও।

Howrah: মালিপাঁচঘড়া (Malipanchghara) হোম কাণ্ডে (Home Case) নতুন মোড়। গ্রেফতার হাওড়া পুরসভার (Howrah Municipality) প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে সুমিত অধিকারী। সুমিত অধিকারীকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। এই ঘটনায় এর আগে দশজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে আছেন সুমিত অধিকারীর স্ত্রী গীতশ্রী অধিকারীও। একটি শিশুকে যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। হোমটি এখন সিল করে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য বেশ কিছুদিন আগে হোমের (Home) মধ্যেই ‘শিশু নির্যাতন’-এর (Child Abuse)অভিযোগ ওঠে। গ্রেফতার হন ডব্লুবিসিএস অফিসার (WBCS Officer)। হাওড়ার (Howrah) তৃণমূলের (TMC) প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে হাওড়ার সালকিয়ায় হোম (Salkia Home) সিল করল পুলিশ (Howra City Police)। হোমের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগ হাওড়া কমিশনারেটে (Howrah Commissionarate)। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে হাওড়ার গোয়েন্দা পুলিশ (Howrah Police)।
মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে সালকিয়ার হোমে অভিযান করে। সালকিয়ার হোম (Salkia Home) থেকে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়েছে। পকসো (POCSO) আইনের একাধিক ধারায় মামলা রুজুর পাশাপাশি, ৩ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী।
পুলিশ সূত্রে খবর, ৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশু, কিশোর, কিশোরীদের এই হোমে রাখা হত। স্থানীয়দের অভিযোগ, দত্তক দেওয়ার নামে চলত শিশু বিক্রি। এছাড়াও, আবাসিকদের ওপর শারীরিক নির্যাতন চালানো হত বলে অভিযোগ। এই ঘটনায় হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ ১০ জনকে গ্রেফতার করেছে হাওড়া মহিলা থানার পুলিশ। সিল করে দেওয়া হয়েছে হোম। আইন আইনের পথে চলবে, জানান নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা।
আরও পড়ুন: Kolkata Man Death: সুলভ শৌচালয়ের ভিতরে ঢুকতেই অসুস্থ হয়ে মৃত্যু ব্যক্তির, চাঞ্চল্য এলাকায়






















