(Source: Matrize)
Howrah News: খালের ধারে সদ্যোজাতর দেহ, খুবলে খাচ্ছে কুকুর! চাঞ্চল্য উলুবেড়িয়ার
Howrah News: সাতসকালে এই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার উলুবেড়িয়া থানার বীরশিবপুর দত্তপাড়া এলাকায়। সদ্যোজাতের মৃতদেহ কী খুবলে খেতে চলেছে কুকুরটা?
সুনীত হালদার, হাওড়া: খালের ধারে পড়ে থাকা সদ্যোজাত শিশুর মৃতদেহ (Dead Body of New Born Child) শুঁকে দেখছে একটা কুকুর (Dog)! সাত সকালে এমন দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) দত্তপাড়ায়। প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।
খাল পাড়ে পড়ে রয়েছে এক সদ্যোজাতের মৃতদেহ। আর তা শুঁকে দেখছে কুকুর। প্রথমে দেখে সন্দেহ হয়েছিল পথচলতি মানুষের। তারপর স্পষ্ট হয়ে যায় বিষয়টা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভেবেছিলাম প্লাস্টিক পড়ে আছে। প্ল্যাস্টিকে কী আছে তা বুঝতে পারিনি। ভাই মোবাইলের ক্য়ামেরা জুম করে দেখে একটা বাচ্চার দেহ। ছুটে এসে দেখি কুকুর গন্ধ শুঁকে মুখে করে তুলে জলের কাছে নিয়ে যায়। ভিড় জমে গিয়েছিল। পুরো ঘটনা আমি পুলিশকে জানাই।
সাতসকালে এই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার উলুবেড়িয়া থানার বীরশিবপুর দত্তপাড়া এলাকায়। সদ্যোজাতের মৃতদেহ কী খুবলে খেতে চলেছে কুকুরটা? এই আশঙ্কার মধ্যেই এলাকায় ভিড় বাড়তে থাকে। বীরশিবপুরের এক বাসিন্দা জানিয়েছেন, একটা কুকুর টেনে টেনে নিয়ে গেল। তারপর ভাল ভাবে বুঝতে পারলাম, একটা বাচ্চা মরে পড়ে আছে।
পুলিশ এসে, সদ্যোজাতের মৃতদেহ ময়াতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে দাবি, সদ্যোজাতের মৃতদেহটি খালে ভেসে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানা।
গত বছরের সেপ্টেম্বর মাসে মহানন্দা নদীর জলে ভেসে এসেছিল এক শিশুর দেহ। ঘটনার দিন সকালে মালদহের চাঁচল থানার মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের রাটোট গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁচল থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের অনুমান ছিল, শিশু কন্যােটির বয়স প্রায় তিন বছর। ওই দিন মহানন্দা নদীতে দেহ ভেসে আসলে তা স্থানীয় লোকজনের নজরে আসে। উদ্ধার করে ডাঙায় নিয়ে আসা হয় ওই দেহ। তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী পরিচয় জানার চেষ্টা শুরু করেছিল।